Bollywood Trolls: বাথরুম ছাড়ার আগেও সেফলি তুলে পোস্ট, স্ত্রী মীরার কাণ্ড দেখে তাঁকে ট্রোল করলেন খোদ শাহিদ কাপুর

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 11, 2022 | 7:46 PM

Shahid Kapoor: ২০১৫ সালের ৭ জুলাই বিয়ে করেছিলেন শাহিদ-মীরা। দেখতে-দেখতে তাঁদের বিবাহিত জীবনের ৭ বছর কেটে গিয়েছে। তাঁদের দুটি সন্তানও রয়েছে - মেয়ে মিশা ও ছেলে জ়ায়েন।

Bollywood Trolls: বাথরুম ছাড়ার আগেও সেফলি তুলে পোস্ট, স্ত্রী মীরার কাণ্ড দেখে তাঁকে ট্রোল করলেন খোদ শাহিদ কাপুর
শাহিদ কাপুর ও মীরা রাজপুত।

Follow Us

একজন তারকা। অন্যজন তারকা-পত্নী। কথা হচ্ছে, অভিনেতা শাহিদ কাপুর ও তাঁর স্ত্রী মীরা রাজপুতকে নিয়ে। তাঁদের জুটি বলিউডে বিখ্যাত। তারকা শাহিদের জীবন থেকে যখন অভিনেত্রী করিনা কাপুর খান বিদায় নিয়েছিলেন, তিনি বিয়ে করেছিলেন নিজের থেকে ১৩ বছরের ছোট মীরাকে। মীরা অভিনেত্রী নন। তবে অভিনেত্রী কিংবা তারকা না হওয়া সত্ত্বেও তিনি ফেমাস। তাঁর ও শাহিদের বৈবাহিক কেমিস্ট্রি নিয়ে চর্চা হয় প্রচুর। অনেকের চোখেই তাঁরা আদর্শ কাপল, আদর্শ জীবনসঙ্গী। তাঁদের মিষ্টি রসায়ন ও সম্পর্ক প্রায় সকলকেই আকর্ষণ করে। ৮ বছর আগে বিয়ে হয়েছে শাহিদ-মীরার। তাঁদের পিডিএ (পড়ুন জনসমক্ষে প্রেম জাহির) নিয়ে আলোচনা হয় এখনও। এখনও তাঁদের ‘নতুন কাপল’-এর আখ্যা দেন অনেকে। শাহিদ প্রায়ই মীরার লেগপুল করেন। যা মীরা স্বাভাবিকভাবে গ্রহণ করে নেন। মীরাও কম যান না। এবার মীরাকে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করলেন খোদ শাহিদই। মারাত্মকরকম ভাইরাল শাহিদের মন্তব্য।

মেকআপ নিয়ে মাঝেমধ্যেই ভিডিয়ো কিংবা ছবি পোস্ট করেন মীরা। তাঁকে মিডিয়া ইনফ্লুয়েনজ়ারও বলা হয়। নিজে হাতে মেকআপ করে পোস্ট করেন ইনস্টাগ্রামে। মানুষ সেই ভিডিয়োতে লাইক করেন, কমেন্টও করেন। সম্প্রতি সেরকমই একটি ছবি মীরা শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে। একটি ওয়াশরুমে তোলা ছবি পোস্ট করেছেন মীরা। তাতে কমেন্ট করেছেন শাহিদ এবং শাহিদের কমেন্ট দারুণভাবে ভাইরাল হয়ে গিয়েছে।

শাহিদ কাপুরের পোস্ট…

স্ত্রী মীরার নাম না করেই শাহিদ বলেছেন, “ও এতটাই খুশি যে, বাথরুম ছেড়ে বেরিয়ে এসে ছবিটা তোলেনি।” শাহিদ হাসির একটি ইমোটিকন পোস্ট করেছেন সেই সঙ্গে। এতে চুপ থাকেননি মীরাও। তাঁর পাল্টা জিজ্ঞাসা, শাহিদ কি ভাই ঈশান খট্টরের জন্য এই মেসেজ লিখেছেন?

২০১৫ সালের ৭ জুলাই বিয়ে করেছিলেন শাহিদ-মীরা। দেখতে-দেখতে তাঁদের বিবাহিত জীবনের ৭ বছর কেটে গিয়েছে। তাঁদের দুটি সন্তানও রয়েছে – মেয়ে মিশা ও ছেলে জ়ায়েন।

Next Article