অমিতাভ বচ্চন আজ ৮০তম জন্মদিন। এই বিশেষ দিনে তাঁর মেয়ে শ্বেতা বচ্চন নন্দা এবং নাতনি নভ্যা নভেলি নন্দা তাঁকে সোশ্যাল মিডিয়ায় আন্তরিক শ্রদ্ধা জানিয়েছেন। মা-মেয়ে জুটি বিগ বি-কে শুভেচ্ছা জানাতে কিছু পুরনো ছবি এবং আইকনিক হিন্দি কবিতা শেয়ার করেছেন। যেখানে শ্বেতা আবিদা পারভীন এবং নসিবো লালের ‘তু ঝুম’ গান ব্যাকগ্রাউন্ডে দিয়েছেন, এবং নভ্যা ‘অগ্নিপথ’ থেকে লাইন বেছে নিয়েছেন। শ্বেতা তাঁর ক্যাপশনে লিখেছেন, ‘গ্র্যান্ড ওল্ড ম্যানকে ৮০তম জন্মদিনের অনেক শুভেচ্ছা’। শ্বেতা ইনস্টাগ্রামে একগুচ্ছ অদেখা পারিবারিক ছবির সঙ্গে একটি পুজো অনুষ্ঠানে অমিতাভ বচ্চনকে একটি পাঁচালী পড়ছেন দেখা যায়। প্রথম ছবিতে বড় শ্বেতা বাবার গালে চুমু দিচ্ছেন দেখা যায়। পরেই আর একটি ছবিতে বিগ বিকে ছোট শ্বেতার হাত ধরে রয়েছেন।
পর পর আরও কয়েকটি ছবি রয়েছে। যেখানে একটিতে দেখা যাচ্ছে অমিতাভ তাঁর প্রয়াত বাবা-মা হরিবংশ রাই বচ্চন এবং তেজি বচ্চনের সঙ্গে রয়েছেন। নভ্যাও স্মৃতির গলি থেকে তাঁর ‘দাদু’-র সঙ্গে শৈশবের একটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, “তোমার মতো কেউ নেই, আর হবেও না। শুভ জন্মদিন দাদু।”
বিগ বি-এর ৮০তম জন্মদিন উপলক্ষে মেগাস্টার পরিবারের সঙ্গে তিরুপতি মন্দিরে যাবেন বলে শোনা যাচ্ছে। ‘বচ্চন: ব্যাক টু দ্য বিগিনিং’ নামে একটি ১৮ শহরের রেট্রোস্পেকটিভ এবং প্রদর্শনী ৮ থেকে ১১ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে। ৪ দিনের এই বিশেষ অনুষ্ঠানে শনিবার পিভিআর জুহুতে ‘ডন’ সহ অমিতাভের অনেকগুলো ছবি দেখানো হয় মুম্বইতে। বি-টাউন তারকারা গত রাতে সিনেমা হলে ‘অমর আকবর অ্যান্টনি’ দেখার জন্য উপস্থিত ছিলেন। এছাড়া অমিতাভের সদ্য মুক্তি পাওয়া ছবি গুডবাই-এর আজকের সব শো ৮০ টাকা করা হয়েছে তাঁকে শুভেচ্ছা জানাতে। ৮০ টাকায় টিকিট ভাল বিক্রিও হয়েছে বলেই খবর।
আজ কৌন বনেগা ক্রোড়পতি শোতে অভিষেক বচ্চন এবং জয়া বচ্চন থাকবেন বিশেষ অনুষ্ঠানে। দেশের প্রধানমন্ত্রী থেকে বলিউডের তারকা, অগণিত ভক্তরা বলিউড শেহনশার ৮০তম জন্মদিনে শুভেচ্ছায় ভরিয়েছেন।