Sunny Deol: পরিচারিকার সঙ্গে খারাপ ব্যবহার, ধর্মেন্দ্রর অজানা রহস্য ফাঁস করলেন সানি দেওল

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Sep 02, 2023 | 12:29 PM

Gossip: ধর্মেন্দ্র যে ছোট থেকেই বেশ রাগী, সে গল্প একাধিকবার সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে নানা সেলেবের মুখ থেকে। তবে একবার এর জন্যই কড়া শাস্তি পেতে হয়েছিল ধর্মেন্দ্রকে, সানি দেওল স্মৃতিতে ফিরে বলেন...।

Sunny Deol: পরিচারিকার সঙ্গে খারাপ ব্যবহার, ধর্মেন্দ্রর অজানা রহস্য ফাঁস করলেন সানি দেওল

Follow Us

ধর্মেন্দ্র, পর্দায় একের পর এক অ্যাকশন দৃশ্যে অভিনয় করে বারবার দর্শকদের মন জয় করেছেন। কখনও রোম্যান্টিক, কখনও আবার ঘরোয়া চরিত্রে মন কেড়েছেন তিনি। বাড়ির চার দেওয়ালের মধ্যে সে মানুষ ঠিক কতটা রাগী? এবার সানি দেওলের উদ্দেশ্যে এমনই প্রশ্ন করা হল। পর্দায় রমরমিয়ে চলছে গদর ২ ছবি, ইতিমধ্যেই ৫০০ কোটির দরজায় পৌঁছে গিয়েছে ছবির বক্স অফিস কালেকশন। তবে ছবি মুক্তির চতুর্থ সপ্তাহে এসে বেশ কিছুটা ধুঁকছে আয়ের অঙ্ক। যদিও প্রচার থামাতে নারাজ সানি দেওল। এখনও পর্যন্ত তিনি ছবি প্রসঙ্গে বিভিন্ন জনের সঙ্গে কথা বলা, বিভিন্ন সংবাদমাধ্যমে গিয়ে ছবির প্রচার করার কাজ চালিয়ে যাচ্ছেন। এমনই সময় এক সংবাদ মাধ্যমের তরফ থেকে সানি দেওলকে প্রশ্ন করা হয়, ধর্মেন্দ্র ব্যক্তিজীবনে ঠিক কেমন মানুষ?

ধর্মেন্দ্র যে ছোট থেকেই বেশ রাগী, সে গল্প একাধিকবার সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে নানা সেলেবের মুখ থেকে। তবে একবার এর জন্যই কড়া শাস্তি পেতে হয়েছিল ধর্মেন্দ্রকে, সানি দেওল স্মৃতিতে ফিরে বলেন, ঠাকুমার মুখে শোনা গল্প, একবার বাড়ির পরিচারিকার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন বাবা। সেই সময় রীতিমতো শাসন করা হয়েছিল ধর্মেন্দ্রকে, এমনকি ওই পরিচারিকাকে ডেকে নিয়ে এসে ধর্মেন্দ্র সঙ্গে একই ব্যবহার করার নির্দেশও দেওয়া হয়েছিল  । এই পরিবারে সন্তানদের শাসন করা, উচিত শিক্ষা দেওয়া, অনুশাসন মেনে চলার বিষয়গুলো আগাগোরাই বর্তমান। তাই ছোটবেলায় সানি দেওলকেও বেজায় কড়া শাসনের মধ্যে দিন কাটাতে হয়েছিল। তাঁর কথায় একবার তাঁর বাবা অর্থাৎ ধর্মেন্দ্র তাঁকে এমন জোরে মেরেছিলেন, যে তাঁর গালে তিন আঙ্গুলের দাগ বসে গিয়েছিল। সানি দেওলের কথায় যদিও তিনি দুষ্টু ছিলেন খুব আর সেই কারণের শাসন করতে বাধ্য হতেন ধর্মেন্দ্র।