‘পাঠান’ ঝড়ের পর ‘জওয়ান’ জ্বরে কিং ভক্তরা। শাহরুখ খানের চলতি বছরে দ্বিতীয় ছবি মুক্তি পেতে চলেছে। জওয়ান স্টারকে নিয়ে তাই এখন চর্চা তুঙ্গে। আর মাত্র তিন দিনের অপেক্ষা। তারপরই পর্দায় ঝড় তুলতে চলেছেন শাহরুখ খান। ছবি থেকে এখনও পর্যন্ত শাহরুখ খানেক পাঁচ লুক ভাইরাল। ছবির সংলাপ থেকে শুরু করে অ্যাকশন যে দর্শকদের মন জয় করতে তা নিশ্চিত করেছিলেন পরিচালক অ্যাটলি। শাহরুখ খান নিজেও জানিয়েছিলেন, তিনি এখনও পর্যন্ত তাঁর কেরিয়ারের সেরা অ্যাকশন ছবি করলেন। তবে এখন দেখার শাহরুখ খানের এই ‘জওয়ান’ কত কোটি ঘরে তুলতে পারে। একদিকে যখন কাউন্ড ডাউন শুরু, তখনই অন্যদিকে চলছে ছবির প্রিবুকিং-এর হিসেব-নিকেশ।
ইতিমধ্যেই নাকি বিক্রি হয়ে গিয়েছে ৫ লাখের বেশি টিকিট। অন্যদিকে আবার খবর, ছবি ইতিমধ্যেই ১৬ কোটির টিকিট বিক্রি করে ফেলেছে। ফলে বক্স অফিস ওপেনিং-এ যে আবারও ছক্কা মারতে চলেছেন শাহরুখ, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। একদিকে যখন জওয়ান ছবির খবর চর্চার কেন্দ্রে, তখনই আবার শাহরুখ খান ব্যস্ত তাঁর ভক্তদের সঙ্গে নিত্য সাক্ষাতে। সোশ্যাল মিডিয়ায় #Askmeanything-এ মাঝে মধ্যেই হাজির হচ্ছেন তিনি। আর কিং-কে দেখে ভক্তরা যে যার মতো করে আবদার, দাবি পেশ করে চলেছেন।
তেমনই এক ভক্ত শাহরুখ খানের উদ্দেশে লিখলেন, ‘আমার প্রেমিকার জন্য একটি টিকিট উপহার দেবেন, আমি নিকম্মা (অক্ষম) প্রেমিক।’ পোস্ট দেখা মাত্রই উত্তর নিয়ে হাজির কিং, লিখলেন, ‘ফ্রিতে শুধু ভালবাসা দিয়ে থাকি আমি, টিকিটের জন্য পয়সা লাগে। রোম্যান্সে এতটাও কিপটে হয়ে উঠো না। যাও টিকিট কেনো আর তাঁর সঙ্গে ‘জওয়ান’ দেখ।’ ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘জওয়ান’ ছবি। ইতিমধ্যেই একের পর এক শো হাউস ফুল হতে শুরু করেছে। প্রথম সপ্তাহেই কিং-এর ছবি দেখে ফেলতে মরিয়া ভক্তরা।