ধীর উন্নতি দিলীপ কুমারের, এখনও রয়েছেন অক্সিজেন সাপোর্টে
দিন কয়েক আগে মূলত শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, ফুসফুসে জল জমেছে অভিনেতার। যদিও চিকিৎসকরা জানান, তিনি চিকিৎসায় যে ভাবে সাড়া দিচ্ছে সে ভাবেই যদি সাড়া দিতে থাকেন তবে আগামী কয়েক দিনের মধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।
গত কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার (Dilip Kumar)। সংশ্লিষ্ট হাসপাতাল সূত্রে খবর, আগের থেকে ভাল আছেন অভিনেতা। কিন্তু এখনও তাঁকে অক্সিজেন সাপোর্টেই রাখা হয়েছে।
গত রবিবার মুম্বইয়ের খার এলাকায় পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয় দিলীপ কুমারকে। তাঁকে দেখছেন চিকিৎসক জলিল পারকার। তিনি সংবাদমাধ্যমে বলেন, “দিলীপ কুমারের ধীরে ধীরে উন্নতি হচ্ছে। শ্বাসের সমস্যাও কম আছে। কিন্তু এখনও অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে।”
এর আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিলীপ কুমারের স্ত্রী বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু বার্তা দেন, ‘গত কয়েকদিন আমার স্বামী ইউসুফ খানের শরীর ভাল ছিল না। তিনি এখন মুম্বইয়ের হাসপাতালে ভর্তি। আপনাদের সকলের প্রার্থনা, ভালবাসার জন্য ধন্যবাদ। আমার স্বামী, আমার কোহিনূর দিলীপ কুমার সাবের শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা আমাকে আশ্বস্ত করেছেন, খুব তাড়াতাড়ি ওকে ছেড়ে দেওয়া হবে।’
গত বছর করোনায় দুই ভাইকেই হারিয়েছেন কিংবদন্তী ওই অভিনেতা। আসলাম খান মারা গিয়েছেন ৮৮ বছরে এবং এহসান খান প্র্যাত হয়েছেন ৯০ বছরে। ২০২০র মার্চ থেকেই স্ত্রীর সঙ্গে নিজেকে আইসোলেশনে রেখেছেন দিলীপ কুমার। চিকিৎসার প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরতে দেখা যায়নি তাঁকে।
দিন কয়েক আগে মূলত শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, ফুসফুসে জল জমেছে অভিনেতার। যদিও চিকিৎসকরা জানান, তিনি চিকিৎসায় যে ভাবে সাড়া দিচ্ছে সে ভাবেই যদি সাড়া দিতে থাকেন তবে আগামী কয়েক দিনের মধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।
প্রায় ছয় দশকের বলিউড কেরিয়ার দিলীপ কুমারের। তাঁকে ‘ট্র্যাজেডি কিং’ আখ্যা দেওয়া হত। গোটা কেরিয়ারে প্রায় ৬৫টি ছবিতে অভিনয় করেছেন। দেবদাস (১৯৫৫), মুঘল ই আজম (১৯৬০), গঙ্গা যমুনা (১৯৬১), ক্রান্তি (১৯৮১), কর্মা (১৯৮৬)-র মতো ছবি বলিউডের ইতিহাসে চিরকাল মনে রাখবেন সিনে প্রেমী দর্শক। ১৯৯৮০এ মুক্তিপ্রাপ্ত ‘কিলা’ ছবিতে শেষ দেখা গিয়েছিল দিলীপের অভিনয়। ১৯৯৪-এ দাদা সাহেব ফালকে এবং ২০১৫-এ পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হন তিনি। আপাতত অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় তাঁর ভক্তরা।
আরও পড়ুন, বিয়ের পর প্রথম জন্মদিন, কেমন ভাবে সেলিব্রেট করলেন নীল?