Suicide in Film Industry: মদ্যপানে আপত্তি বাবার, রাগে-অভিমানে আত্মহত্যা পরিচালকের ১৮ বছরের ছেলের

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Mar 20, 2022 | 1:27 PM

Director Girish Malik's son: অম্বোলি থাকার ইনস্পেক্টর বন্দোপান্ত বনসোড়ে সংবাদমাধ্যমকে জানান, হোলির পার্টিতে বেশ খানিকটা মদ্যপান করে বাড়ি ফিরেছিলেন পরিচালক পুত্র মনন।

Suicide in Film Industry: মদ্যপানে আপত্তি বাবার,  রাগে-অভিমানে আত্মহত্যা পরিচালকের ১৮ বছরের ছেলের
সঞ্জয় দত্ত অভিনীত তোড়বাজ ছবির পরিচালক ছিলেন গিরীশ। বন্ধুর ছেলের প্রয়াণে শোকাহত সঞ্জয়ও।

Follow Us

তদন্তে উঠে এল নতুন তথ্য। পরিচালক গিরীশ মালিকের পুত্রের অস্বাভাবিক মৃত্যু কোনও দুর্ঘটনা নয়। পাঁচ তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যাই করেছেন তিনি, পুলিশের সঙ্গে কথা বলে এমনটাই জানাচ্ছে টাইমস অব ইণ্ডিয়ার এক রিপোর্ট। তবে আত্মহত্যার কারণ হিসেবে তদন্তে যা উঠে এসেছে তা শুনলে গা শিউরে উঠবে আপনার।

অম্বোলি থাকার ইনস্পেক্টর বন্দোপান্ত বনসোড়ে সংবাদমাধ্যমকে জানান, হোলির পার্টিতে বেশ খানিকটা মদ্যপান করে বাড়ি ফিরেছিলেন পরিচালক পুত্র মনন। বাড়িতেও নাকি নিয়মিত মদ্যপান করতেন বছর ১৮-র ওই তরুণ। এ নিয়ে মাঝেমধ্যেই বাবার সঙ্গে বচসা বাঁধতো তাঁর। বাবা মদ পানে নিষেধ করলেও তা নাকি কানে তুলতেন না তিনি।

ইনস্পেক্টর আরও জানাচ্ছে, ওইদিনও একই ঘটনার পুনরাবৃত্তি হয়। আচমকাই ফ্ল্যাটের পাঁচতলার কাচ ভেঙে জানলা দিয়ে লাফ দেন মনন। তাঁর কথায়, “মায়ের সঙ্গেও মাঝে মধ্যেই দুর্ব্যবহার করে ফেলতেন ওই যুবক। ধারণা করা হচ্ছে বাবার সঙ্গে ঝামেলার পরই নিজের ঘরে গিয়ে এমনটা করেছেন তিনি। সে সময় বাবা বা মা তাঁর ঘরে ছিলেন না বলেই জানতে পারা গিয়েছে।”

দোলের দিন অর্থাৎ শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ মৃত্যু হয় মননের। তাঁকে শহরের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। পুলিশের ধারণা নেশায় এতটাই আসক্ত হয়ে পড়াতেই জীবন দিয়ে মূল্য দিতে হল তাঁকে। আগামীকাল অর্থাৎ রবিবার দিল্লিতে তাঁর পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হবে। দিল্লিতে পরিচালক পরিবারের অধিকাংশের নিবাস। সেই কারণেই পরিবারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

আরও পড়ুন- জাপটে ধরে চুমু খেলেন বাদামকাকু! ভিডিয়ো ভাইরাল হতেই প্রকাশ্যে মহিলার পরিচয়

Next Article