Dunki Teaser: জন্মদিনে ভক্তদের জন্য চমক, ঘড়ি ধরে প্রকাশ্যে শাহরুখের ‘ডানকি’ অবতার

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Nov 02, 2023 | 11:17 AM

Shah Rukh Khan: প্রাথমিকভাবে শোনা গিয়েছিল এই ছবি মুক্তি পেতে চলেছে ডিসেম্বরের শেষে, তবে প্রভাসের সঙ্গে ছবির টক্কর বক্স অফিসে খুব একটা লাভজনক হবে না বলেই নাকি ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে বলে প্রাথমিক সূত্রে খবর। ছবির মুক্তি অপেক্ষা দীর্ঘ হলেও এবার শাহরুখের লুক এল সামনে। খুব চেনা এই কিং খান।

Dunki Teaser: জন্মদিনে ভক্তদের জন্য চমক, ঘড়ি ধরে প্রকাশ্যে শাহরুখের ডানকি অবতার

Follow Us

২০২৩, বছর ভর শাহরুখ ঝড়। ইতিমধ্যেই চলতি বছরে মুক্তি পাওয়া শাহরুখ খানের দুই ছবি পাঠান ও জওয়ান, বক্স অফিসে ঝড় তুলেছে। এবার সেই তালিকাতে নাম লেখাতে চলেছে তাঁর আগামী ছবি ডানকি। প্রাথমিকভাবে ছবির যে লুক প্রকাশ্যে এসেছিল, তা থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছিল যে শাহরুখের দুই অ্যাকশন প্যাক লুকের থেকে এই ছবি বেশ কিছুটা আলাদা হতে চলেছে। শাহরুখ খান ও পরিচালক রাজ কুমার হিরানি জুটি মানেই দর্শকদের কাছে একবাড়তি পাওনা। এবারও তার যে ব্যতিক্রম হবে না, তা প্রমাণ করল ডানকি টিজ়ার। শাহরুখ খানের জন্মদিনে এই টিজ়ার ভক্তদের কাছে সবচেয়ে বড় উপহার। ছবির মুক্তি নিয়ে বেশ কিছুদিন ধরেই ধোঁয়াশা বর্তমান।

প্রাথমিকভাবে শোনা গিয়েছিল এই ছবি মুক্তি পেতে চলেছে ডিসেম্বরের শেষে, তবে প্রভাসের সঙ্গে ছবির টক্কর বক্স অফিসে খুব একটা লাভজনক হবে না বলেই নাকি ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে বলে প্রাথমিক সূত্রে খবর মিলেছিল। তবে এবার সেই সব জল্পনার অবসান ঘটিয়ে কিং জানিয়ে দিলেন বড়দিনেই বড় পর্দায় আসতে চলেছে ডানকি। ছবির মুক্তি অপেক্ষা দীর্ঘ হলেও এবার শাহরুখের লুক এল সামনে। খুব চেনা এই কিং খান। কেউ মিল পেতে পারেন ফ্যান ছবির লুকের সঙ্গে, কেউ আবার জিরো হিরোর লুকের প্রসঙ্গও টানতে পারেন। খুব স্বাভাবিকভাবেই এই ছবি যে মজার চিত্রনাট্যে তৈরি তা বলার অপেক্ষা রাখে না। শাহরুখ খান ও তাঁর পরিবার, যাঁদের স্বপ্নে লন্ডন। টিজ়ার মুক্তিতে রইল আরও এক চমক, ছবিতে তাপসী পান্নুর পাশাপাশি থাকছেন ভিকি কৌশলও। সকলের স্বপ্ন পূরণের ভার নিজের কাঁধে তুলে নেওয়া শাহরুখ ঠিক কোন কোন ঝুঁকি নিতে চলেছেন, তা নিয়েই ছবি গল্প বলে প্রাথমিকভাবে অনুমান করা যায়। ছবির পরবর্তী টিজ়ারের অপেক্ষায় এখন ভক্তরা।

Next Article