গৌরী খানের সঙ্গে ফারহা খানের পোস্ট, দেখে এত মাতামাতি কীসের! এক ঝলকে মনে হতেই পারে, তবে এরই পেছনে রয়েছে এক অন্য কাহিনী। অতীতে যা একের পর এক খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে। ঠিক কেন, কী জন্যে সেসব প্রশ্নের উত্তর হয়তো শাহরুখ ভক্তদের অনেকেরই জানা। তবে যেটা জানা ছিল না, তা হল অতীতের ভয়ানক অশান্তির পরও এই পরিবারের সঙ্গে দিব্য সম্পর্ক ধরে রেখেছেন ফারহা খান!
সদ্য গৌরী খান শেয়ার করেছেন একটি ছবি, সোশ্যাল মিডিয়ায় যা দেখা মাত্র অবাক ভক্তমহল, তবে কি শাহরুখের সঙ্গে চলতে থাকা মান-অভিমানের পালা এবার ইতি! তেমনই প্রসঙ্গ বর্তমান। কারণ শাহরুখ খানের সঙ্গে দীর্ঘ দিন দূরত্ব বজায় রেখেই চলেছেন ফারহা খান। ঠিক কী ঘটেছিল অতীতে! একবার শাহরুখ খান এক পার্টিতে গিয়েছিলেন। যেখানে উপস্থিত ছিলেন ফারহা খানের স্বামী। কথা প্রসঙ্গে বেফাঁস মন্তব্য করে ফেলেছিলেন ফারহা খানের বর, নিজেকে সামলাতে না পেড়ে ভরা পার্টির মাঝেই সপাটে চড় মেরে দেন শাহরুখ খান। তবে দেখেই ফারহার সঙ্গে বন্ধুত্বে ইতি টানতে হয় তাঁকে। সবটাই বি-টাউনের ছিল জানা।
কিন্তু কোথাও গিয়ে যেন সেই সম্পর্কের জলঘোলা খবরের মাঝেই এবার খানিক স্বস্তি ফেরালেন গৌরী খান। গৌরীকে জড়িয়ে ধরে রয়েছেন ফারহা। এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শাহরুখ ঘরণী লিখলেন, ফারহার সঙ্গে সম্পর্ক কখনই ফিকে হওয়ার নয়, ওঁর ছবি খুব ভালবাসি। আর এতেই হাসি ফিরল শাহরুখ ভক্তদের মনে। তাঁরা স্পষ্টই আশা করে বসলেন এবার হয়তো দেখে মিলবে শাহরুখ-ফারহা জুটির, সত্যি কি তাই, সেই প্রশ্নের উত্তর মিলবে সময়ের সঙ্গে, বর্তমানে পাঠান ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন শাহরুখ খান। ইতিমধ্যেই ছবির লুক প্রকাশ্যে এসেছে। ভক্তদের লক্ষ্যে এখন ২০২৩।
আরও পড়ুন- Viral News: টেলি-দুনিয়ার নয়া নাগিন তেজস্বী, প্রতি সপ্তাহে কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন বিগ বস স্টার
আরও পড়ুন- Bollywood Gossip: প্লাস্টিক সার্জারি কেবল গুজব, লুক পরবর্তীতে কোন সাফাই দিলেন বাণী
আরও পড়ুন- Salman Khan Dark Secrete: কয়েদি নম্বর ১০৬, এই পরিচয়েই জেলে রাত কাটিয়েছিলেন সলমন খান