Kartik Aaryan: সুন্দরী অনুরাগীর প্রেম-প্রস্তাব কি গ্রহণ করলেন কার্তিক আরিয়ান? দেখুন সেই ভাইরাল ভিডিয়ো
Kartik Aaryan-Female Fans: একজন পাপারাৎজ়ি ক্যামেরার ওপার থেকে সেই অনুরাগীকে হাঁটু গেড়ে বসে কার্তিককে প্রেম-প্রস্তাব দিতে বলেন। তারপর...
জেনারেশন নেক্সটের কাছে হার্টথ্রব অভিনেতার নাম কার্তিক আরিয়ান। কেবল মহিলা অনুরাগীরা নন, বহু তারকাও তাঁর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকেন। এদিকে কার্তিক এমন একজন তারকা, যিনি কেরিয়ারের শুরু থেকেই স্পষ্টবাদী। কাউকে বিশেষ ভয়টয়ও পান না। না হলে কি কেউ কর্মজীবনের সূচনাতেই করণ জোহর ও তাঁর প্রযোজনা সংস্থার সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন?
সে যাই হোক। ধর্মা থেকে কার্যত বাদ হওয়ার পরও তিনি কিন্তু বসে নেই। একের পর-এক ছবিতে কাস্ট হয়ে চলেছেন। হিল্লিদিল্লি করে বেড়াচ্ছেন। আর বাড়িয়ে চলেছেন নিজের ফ্যানবেস। অবশ্যই সেখানে মহিলারাই বেশি। মহিলা অনুরাগীরা মোটে ছাড়েন না কার্তিককে। কখনও সকাল হতেই তাঁর বাড়ির সামনে গিয়ে হাজির হয়ে তারস্বরে ডাকাডাকি করতে শুরু করে দেন কার্তিকের নাম ধরে। ভক্তের আহ্বানে সাড়াও দিতে হয় তারকাকে। তাঁকেও নীচে নেমে এসে করমর্দন করতে হয়, জড়িয়ে ধরতে হয় তরুণীদের। এবারও সেই ব্যতিক্রম ঘটেনি।
View this post on Instagram
মঙ্গলবার মুম্বই এয়ারপোর্টে আপাদমস্তক গোলাপি পোশাক পরা, গোলাপি মাস্ক পরা কার্তিকের দেখা মেলে। গোলাপিতে ঢাকা তারকার চোখ দেখেই চিনতে পারেন দুই তরুণী। প্রিয় পুরুষের ঝলক পেতেই গোলাপ ফুল হাতে পিছু নিতে শুরু করেন কার্তিকের।
সে কী কাণ্ড! কার্তিকও কথা বলেন তাঁদের সঙ্গে। তাঁদের থেকে গোলাপ ফুলও গ্রহণ করেন। একজনের আবার জন্মদিনও ছিল সেদিন। জানতে পেরে মাস্ক নামিয়ে তাঁকে শুভ জন্মদিনও জানান হার্টথ্রব।
আর কী চাই! কার্তিকের এই ফ্যান-কাণ্ড গোটাটাই ঘটেছে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে। একজন পাপারাৎজ়ি ক্যামেরার ওপার থেকে সেই অনুরাগীকে হাঁটু গেড়ে বসে কার্তিককে প্রেম-প্রস্তাব দিতে বলেন। লজ্জা পেয়ে যান কার্তিকও।
অনুরাগীদের ভালবাসা দারুণ উপভোগ করেন অভিনেতা। গত বছর একটি সাক্ষাৎকারে কার্তিক বলেছিলেন, “আমার নামের সঙ্গে অনেক ধরনের বিশেষণ যুক্ত হয়েছে। মানুষের থেকে এত ভালবাসা পেয়ে আমি সত্যিই খুশি।”
আরও পড়ুন: Shahrukh-Juhi: একসঙ্গে কাজ করার জন্য শাহরুখের কাছে কাতর আর্জি জুহির, তারপর…
আরও পড়ুন: Exclusive Mimoh: দশটা জন্ম নিলেও বাবার জায়গায় পৌঁছতে পারব না: মিঠুন-পুত্র মিমো