মুম্বই: স্পা খোলার প্রতিশ্রুতি দিয়ে ব্যবসায়ীর থেকে দেড় কোটি টাকা হাতিয়েছেন, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী শিল্পা শেট্টির বিরুদ্ধে। শনিবার এই মর্মে মু্ম্বইয়ের বান্দ্রা থানায় শিল্পা শেট্টি সহ রাজ কুন্দ্রার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন নীতীন বড়াই নামের এক ব্যক্তি।
সংবাদ সংস্থা পিটিআই প্রকাশিত খবর অনুযায়ী, নীতীনের অভিযোগের ভিত্তিতে শিল্পার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ (প্রতারণা), ১২০-বি (অরাধমূলক ষড়যন্ত্র), ৫০৬ এবং ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আর্থিক প্রতারণার অভিযোগ শিল্পা ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্তও শুরু করেছে বান্দ্রা পুলিশ।
সূত্রের খবর, ২০১৪ সালে এসএফএল (SFL Fitness Company) নামের ফিটনেস কোম্পানির কর্ণধার কাশিফ খান সহ বলিউডের তারকা দম্পতি শিল্পা এবং রাজ, নীতীন বড়াইয়ের থেকে ১.৫১ কোটি টাকা নেন। নীতীনকে প্রতিশ্রুতি দেওয়া হয়, এই টাকার বিনিময়ে এসএফএল ফিটনেস কোম্পানি পুণের কাছে কোরেগাওঁয়ে তাঁকে একটি ফ্রেঞ্চাইজি খুলে দেবে যেখানে থাকবে জিম এবং স্পা। নীতীনের দাবি, শিল্পা ও রাজের কথায় ব্যবসায় অর্থ বিনিয়োগ করা হলেও প্রতিশ্রুতি রাখেনি এসএফএল ফিটনেস কোম্পানি। পরবর্তীতে টাকা ফেরত চাইলে নীতীনকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। শনিবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে বান্দ্রা থানায় নিজের অভিযোগের সপক্ষে নথিও জমা করেছেন নীতীন।
সম্প্রতি পর্নকাণ্ডে নাম জড়িয়েছে শিল্পার স্বামী রাজ কুন্দ্রার। দীর্ঘ সময় জেলেও কাটাতে হয়েছে রাজকে। সেই তদন্ত এখনও চলছে। এই পরিস্থিতির মধ্যেই এবার আর্থিক প্রতারণার অভিযোগও উঠল রাজ ও শিল্পার বিরুদ্ধে। আর যার ফলে স্বাভাবিকভাবেই সঙ্কট থেকেও আরও গভীর সঙ্কটের সম্মুখীন হলেন বি-টাউনের তারকা দম্পতি।
আরও পড়ুন- Katrina-Vicky: ৭০০ বছরের পুরনো কেল্লায় বিয়ে ভিকি-ক্যাটরিনার, ঘুরে দেখুন তার অন্দরমহল