Tiger Shorff: বলিউড নয়, মার্শাল আর্ট নিয়ে টাইগার এবার হলিউডে

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 14, 2021 | 7:42 PM

ইনস্টাগ্রামে টাইগার শ্রফ একটি ভিডিয়ো পোস্ট করে জানিয়েছেন, এই ডিজিটাল রিলিজের জন্য তিনি 'সুপার এক্সাইটেড।' বলিউডের অ্যাকশন স্টার বলেন, "আমি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সুপার হিরোদের ফ্যান। আমি ৪ বছর বয়স থেকে মার্শাল আর্ট শিখেছি। মার্ভেলের ছবিতে মার্শাল আর্ট দেখে আমি আরও বেশি উচ্ছ্বসিত।"

Tiger Shorff: বলিউড নয়, মার্শাল আর্ট নিয়ে টাইগার এবার হলিউডে

Follow Us

এ বার হলিউডে টাইগার। বলিউডে একের পর এক অ্যাকশন থ্রিল উপহার দিয়েছেন টাইগার শ্রফ। কিন্তু এ বার বলিউডের চৌকাঠ টপকে একেবারে লস অ্যাঞ্জেলসের সেলুলয়েড জগতে পা রাখছেন জ্য়াকি-পুত্র। নতুন এই কাজ নিয়ে তাঁর উচ্ছ্বাসের কথা ইতিমধ্যেই ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন তিনি। ডিজিটাল মাধ্যমে রিলিজ হতে চলেছে টাইগার অভিনীত ‘শাং চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস।’

ইনস্টাগ্রামে টাইগার শ্রফ একটি ভিডিয়ো পোস্ট করে জানিয়েছেন, এই ডিজিটাল রিলিজের জন্য তিনি ‘সুপার এক্সাইটেড।’ বলিউডের অ্যাকশন স্টার বলেন, “আমি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সুপার হিরোদের ফ্যান। আমি ৪ বছর বয়স থেকে মার্শাল আর্ট শিখেছি। মার্ভেলের ছবিতে মার্শাল আর্ট দেখে আমি আরও বেশি উচ্ছ্বসিত।”

আগামী মাসের ১২ তারিখ ডিজনি-হটস্টারে রিলিজ হতে চলেছে ‘শাং চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস।’ টাইগার শ্রফের সঙ্গে এই ‘শাং চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস’- শীর্ষক ছবিতে রয়েছেন সামু লিউ। অভিজ্ঞ এই অভিনেতার সঙ্গে অভিনয় করতে পেরে আনন্দিত টাইগার। সেকথাও অকপটে স্বীকার করে নিয়েছেন জ্যাকি-পুত্র।

ওয়ার, বাঘি-র মতো একাধিক অ্যাকশন ফিল্মে দর্শক মহলে সাড়া ফেলেছেন শ্রফ। হলিউডের ময়দানে এই ডিজিটাল রিলিজ দিয়ে ‘হিরোপন্তি’ দেখাতে পারেন কিনা টাইগার, এখন সেটাই দেখার।

আরও পড়ুন:FIR Against Shilpa Shetty: দেড় কোটি টাকার জালিয়াতি, শিল্পার বিরুদ্ধে মামলা দায়ের 

আরও পড়ুন:Ritabhari Chakraborty: ওদের সঙ্গে থাকলে আমিও কেমন ছোট্ট হয়ে যাই: ঋতাভরী

আরও পড়ুন:Happy Children’s Day: করোনাকালে ছোটদের জন্য বিনোদন নেই কেন? পরিচালকরা বললেন…

Next Article