SRK: ঘৃণা শুধুই ঘৃণা, শাহরুখকে খুন করতে চেয়েছিলেন গৌরীর নিজের দাদা!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jan 05, 2024 | 11:43 AM

শাহরুখ খান ও গৌরী খানের প্রেমের কথা কারও অজানা নয়। গৌরীর তখন মাত্র ১৬ বছর বয়স। এক পার্টিতে তাঁকে প্রথম দেখেন শাহরুখ।

1 / 9
শাহরুখ খান ও গৌরী খানের প্রেমের কথা কারও অজানা নয়। গৌরীর তখন মাত্র ১৬ বছর বয়স। এক পার্টিতে তাঁকে প্রথম দেখেন শাহরুখ।

শাহরুখ খান ও গৌরী খানের প্রেমের কথা কারও অজানা নয়। গৌরীর তখন মাত্র ১৬ বছর বয়স। এক পার্টিতে তাঁকে প্রথম দেখেন শাহরুখ।

2 / 9
ওই যে বলে না, 'লাভ অ্যাট ফার্স্ট সাইট'। ঠিক এমনটাই হয়েছিল শাহরুখের ক্ষেত্রে। গৌরীকে দেখেই প্রেমে পড়েছিলেন তিনি।

ওই যে বলে না, 'লাভ অ্যাট ফার্স্ট সাইট'। ঠিক এমনটাই হয়েছিল শাহরুখের ক্ষেত্রে। গৌরীকে দেখেই প্রেমে পড়েছিলেন তিনি।

3 / 9
গৌরীও সাড়া দেন! কিন্তু বাধ সেধেছিলেন গৌরীর দাদা বিক্রান্ত ছিব্বর। একেবারেই শাহরুখকে পছন্দ ছিল না তাঁর।

গৌরীও সাড়া দেন! কিন্তু বাধ সেধেছিলেন গৌরীর দাদা বিক্রান্ত ছিব্বর। একেবারেই শাহরুখকে পছন্দ ছিল না তাঁর।

4 / 9
বহু পুরনো এক সাক্ষাৎকারে শাহরুখ ও বিক্রান্তের সম্পর্কের সমীকরণ নিজেই স্বীকার করেছিলেন গৌরী। জানিয়েছিলেন, যখনই শাহরুখকে দেখতেন বিক্রান্ত তাঁকে মারার পরিকল্পনা করতেন।

বহু পুরনো এক সাক্ষাৎকারে শাহরুখ ও বিক্রান্তের সম্পর্কের সমীকরণ নিজেই স্বীকার করেছিলেন গৌরী। জানিয়েছিলেন, যখনই শাহরুখকে দেখতেন বিক্রান্ত তাঁকে মারার পরিকল্পনা করতেন।

5 / 9
তাঁর কথায়, "এমনিতে আমার দাদা ভীষণ ভাল।। কিন্তু যখনই শাহরুখকে দেখত ও রেগে লাল হয়ে যেত। আমাকে নিয়ে ও ভীষণ পজেসিভ ছিল।"

তাঁর কথায়, "এমনিতে আমার দাদা ভীষণ ভাল।। কিন্তু যখনই শাহরুখকে দেখত ও রেগে লাল হয়ে যেত। আমাকে নিয়ে ও ভীষণ পজেসিভ ছিল।"

6 / 9
গৌরী যোগ করেন, "যখনই দাদা দেখত শাহরুখ আমার দিকে তাকিয়ে আছে তখনই ও মনে মনে ওকে খুন করত। কতবার যে ওকে খুন করতে চেয়েছে আমার দাদা তার ইয়ত্তা নেই।"

গৌরী যোগ করেন, "যখনই দাদা দেখত শাহরুখ আমার দিকে তাকিয়ে আছে তখনই ও মনে মনে ওকে খুন করত। কতবার যে ওকে খুন করতে চেয়েছে আমার দাদা তার ইয়ত্তা নেই।"

7 / 9
শুধু কি তাই, গৌরীর থেকে মাত্র দেড় বছরের বড় বিক্রান্ত শাহরুখকে প্রকাশ্যে হুমকিও দেন বহুবার। বোন অত ছোট বয়সে প্রেমে পড়েছে তাও আবার অন্য ধর্মের একজন পুরুষের কিছুতেই মেনে নিতে পারতেন না তিনি।

শুধু কি তাই, গৌরীর থেকে মাত্র দেড় বছরের বড় বিক্রান্ত শাহরুখকে প্রকাশ্যে হুমকিও দেন বহুবার। বোন অত ছোট বয়সে প্রেমে পড়েছে তাও আবার অন্য ধর্মের একজন পুরুষের কিছুতেই মেনে নিতে পারতেন না তিনি।

8 / 9
যদিও যত দিন গিয়েছে নিজের গুণেই সেই রাগী দাদার মন জিতে নিয়েছিলেন শাহরুখ। বয়সে বিক্রান্ত তাঁর থেকে ছোট হলেও কোনওদিন মুখের উপর কিছু বলেননি।

যদিও যত দিন গিয়েছে নিজের গুণেই সেই রাগী দাদার মন জিতে নিয়েছিলেন শাহরুখ। বয়সে বিক্রান্ত তাঁর থেকে ছোট হলেও কোনওদিন মুখের উপর কিছু বলেননি।

9 / 9
প্রায় চার বছর পর শাহরুখকে মেনে নেন বিক্রান্ত। নিজে দাঁড়িয়ে থেকে বোনের বিয়েও দেন তিনি।

প্রায় চার বছর পর শাহরুখকে মেনে নেন বিক্রান্ত। নিজে দাঁড়িয়ে থেকে বোনের বিয়েও দেন তিনি।

Next Photo Gallery