‘গুডবাই’ বাংলা মানে বিদায়। বিদায় শব্দটির মধ্যে একটি বিষন্নতা লুকিয়ে রয়েছে। বিদায়ের সঙ্গে আছে আবেগও। তেমনই ‘গুডবাই’ শীর্ষক সিনেমাতে জীবন, পরিবার আর সম্পর্কের গল্প নিয়ে পর্দায় আসছেন অমিতাভ বচ্চন এবং রশ্মিকা মনদানা। ঋষিকেশে এই ছবির শুটিংয়ের সময় তাঁদের লুক ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। সেই থেকে সকলেই আগ্রহে কবে দেখতে পাওয়া যাবে এই ছবি। একতা কাপুরের প্রযোজনা সংস্থা থেকে জানানো হয়েছে ৭ই অক্টোবর, ২০২২-এ ‘গুডবাই’। ‘পুষ্পা’ খ্যাত রশ্মিকা দক্ষিণ ছেড়ে এখন সারা ভারতের দর্শক মনে জায়গা করে নিয়েছেন। তাঁর বলিউড ডেবিউ নিয়ে সকলেই আগ্রহী। খবর ছিল সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘মিশন মজনু’ ছবি দিয়ে তিনি বলিউড যাত্রা শুরু করবেন। ১০ জুন ২০২২ ছবিটি মুক্তি পাওয়ার কথাও ছিল। কিন্তু কোনও কারণে ‘মিশন মজনু’ ছবির মুক্তির তারিখ পিছিয়েছে। কবে মুক্তি পাবে সেই ছবি তা এখনও জানানো হয়নি প্রযোজক-পরিচালকদের তরফ থেকে।
এর মধ্যে একতা কাপুর জানিয়ে দিলেন বিকাশ বহেল পরিচালিত ছবির মুক্তির তারিখ। যদি এর মধ্যে ‘মিশন মজনু’ ছবির মুক্তির তারিখ ঠিক না হয়, তবে ‘গুডবাই’ ছবিই হতে চলেছে রশ্মিকার প্রথম হিন্দি ডেবিউ। একতা এবং বিকাশ দুইজনের প্রযোজনা সংস্থা মিলে যৌথভাবে ছবিটি সিনেমা হলে রিলিজ করবে। একতার প্রযোজনা সংস্থা থেকে টুইট করে ছবি মুক্তির তারিখের খবরটি শেয়ার কর হয়েছে। যেখানে লেখা, “জীবন, পরিবার এবং সম্পর্কের একটি হৃদয়-উষ্ণ গল্পের অভিজ্ঞতা নিতে প্রস্তুত হন! #গুডবাই আপনার কাছাকাছি সিনেমা হলে ৭ই অক্টোবর, ২০২২-এ মুক্তি পাচ্ছে!”
বিকাশ বহেল পরিচালিত এই সিনেমায় আরও যাঁরা অভিনয় করেছেন তাঁরা হলেন, নীনা গুপ্তা, পাভেল গুলাটি, এলি আভ্ররাম, সুনীল গ্রোভার এবং সাহিল মেহতা। গত বছর যখন ছবিটি ফ্লোরে গিয়েছিল প্রযোজক একতা কাপুর একটি বিশেষ পোস্ট দিয়েছিলেন ইনস্টাগ্রাম, যেখানে ছবিটি “কীভাবে শুরু হয়েছিল, কীভাবে এটি চলছে” সঙ্গে সিনিয়র বচ্চনের সঙ্গে তাঁর ছোট নিজের একটি ছবি শেয়ার করে প্রকল্পটির ঘোষণা করেছিলেন। বিদায়ের পোস্ট। একটি বিবৃতিতে একতা আরও যোগ করেন, “বিদায় একটি অত্যন্ত বিশেষ বিষয় যাতে সমান পরিমাপে আবেগ এবং বিনোদন রয়েছে। এটি এমন একটি গল্প যা প্রতিটি পরিবার নিজেদের সঙ্গে মিল খুঁজে পাবে। মিঃ বচ্চনের সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত এবং এই সুন্দর ছবিতে রশ্মিকা মনদানাকে যুক্ত করতে পেরে আমি রোমাঞ্চিত!”
রশ্মিকাও এই ছবিতে কীভাবে ‘অমিতাভ বচ্চনের সঙ্গে অসাধারণ শুটিং অভিজ্ঞতা’ সম্পর্কে জানিয়েছিলেন। একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, “তাঁর সঙ্গে এটি দুর্দান্ত শুটিং হয়েছে। যখন একটি দীর্ঘ সময় ধরে শুটিং চলে তখন অন্য অভিনেতাদের সঙ্গে সত্যিই ভালভাবে অভিনয় করার পাশাপাশি তাঁর সঙ্গে মিশতেও পারেন। এটি এই মিশ্রণ, যা সত্যিই দারুণ পারফরম্যান্স দেয়। আমি এই ছবি করতে যথেষ্ট কৃতজ্ঞ হয়েছি। আমরা অভিনয় করি, এবং যখন পরিচালক থেকে দর্শক সবাই দেখে প্রশংসা করেন, তাঁরা খুশি হন, এই সবচেয়ে বড় পাওনা।”