KRK Gossip: ‘পাঠান ছবি থেকে সরে আসুন শাহরুখ’, অতীত টেনে কেন বিস্ফোরক কেআরকে

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 24, 2022 | 2:20 PM

Pathaan: বিভিন্ন সময় বিভিন্ন সেলেবকে আক্রমণ করতে দেখা গিয়েছে কেআরকে-কে। কখনও কঙ্গনারা রানাওয়াত, কখনও আবার কেআরকে-র কোপে করণ জোহর। এবার প্রসঙ্গ শাহরুখ খান।

KRK Gossip: পাঠান ছবি থেকে সরে আসুন শাহরুখ, অতীত টেনে কেন বিস্ফোরক কেআরকে

Follow Us

টানা ৪ বছরের বিরতির পর আবারও ২০২৩ সালে বড়পর্দায় ঝড় তুলতে আসছেন শাহরুখ খান। তবে সত্যি কি পাঠান বক্স অফিসে ঝড় তুলবে এবার তেমনই প্রশ্ন করে বসলেন কেআরকে। কেআরকের মন্তব্য ঘিরে একাধিকবার বিতর্ক সোশ্যাল মিডিয়ায় জায়গা করে নিয়ে থাকে। বিভিন্ন সময় বিভিন্ন সেলেবকে আক্রমণ করতে দেখা গিয়েছে কেআরকে-কে। কখনও কঙ্গনারা রানাওয়াত, কখনও আবার কেআরকে-র কোপে করণ জোহর। এবার প্রসঙ্গ শাহরুখ খান। সপাট মন্তব্য করে বসলেন শাহরুখ খানের আগামী ছবি পাঠানের বক্স অফিস নিয়ে।

কেআরকে-র সোশ্যাল পোস্ট অনুযায়ী পাঠান ছবি বক্স অফিসে বড় ফ্লপ হতে চলেছে। তিনি যেন এই ছবিতে থেকে সরে আসেন। এমনই স্পষ্ট মন্তব্য করে কেআরকে শাহরুখ খানকে এই ছবি না করার উপদেশ দিয়ে বসলেন। জানিয়ে দিলেন, শাহরুখ খান অতীতে তাঁর উপদেশ শোনেননি। তিনি আগেই সাবধান করেছিলেন, হ্যারি মেট সিজ়ল, ফ্যান-এর ক্ষেত্রে। শাহরুখ খান সে কথা না শোনায় পরবর্তীতে রীতিমত ফ্লপের মুখই দেখতে হয়েছিল। এবারও তিনি একই ভুল করতে চলেছেন বলেই মত কেআরকে-র।

সম্প্রতি মুক্তি পেয়েছে, রণবীর কাপুর অভিনীত ছবি শামশেরা। এই ছবির মুক্তির প্রথমদিনই দর্শকদের থেকে খুব ভাল প্রতিক্রিয়া পেল না। প্রথম সপ্তাহেই রণবীরের থেকে মুখ ফেরালেন দর্শকেরা। এই ছবির বক্স অফিস কালেকশন যে খুব একটা আশাজনক হবে না, তার ইঙ্গিতও বেশ খানিকটা স্পষ্ট। তবে পাঠান ছবির দিকে তাকিয়ে এখন বলিউড। শাহরুখ খানের কামব্যাক বলে কথা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে জ্যোতিষবিদের ভবিষ্যতবাণী, কেমন চলবে পাঠান! সেখানে আবার উল্টো ইঙ্গিতই স্পষ্ট। এই ছবি বক্স অফিসে ব্যপক সফল হবে বলেই অনুমাণ গনকের। এখন দেখার আগামী ছবি ঘিরে কেআরকে-র ভবিষ্যতবাণী কিং খান মিথ্যে প্রমাণ করতে পারেন কি না!

Next Article