Hanasal On Roger Federer: রজার ফেডেরা এবং আরবাজ খানের মধ্যে মিল খুঁজে পেলেন পরিচালক হনসল, আরবাজ নিজেও!

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Sep 17, 2022 | 7:40 AM

Hanasal On Roger Federer: সকলে এই পোস্ট দেখে প্রশ্ন করেন পরিচালকের কাছে, টেনিস চ্যাম্পিয়ন রজার ফেডেরা এবং আরবাজ খানের চেহারার মধ্যে তিনি কোথায় মিল খুঁজে পেয়েছেন?

Hanasal On Roger Federer: রজার ফেডেরা এবং আরবাজ খানের মধ্যে মিল খুঁজে পেলেন পরিচালক হনসল, আরবাজ নিজেও!
রজার ফেডেরার সঙ্গে মিল আরবাজের

Follow Us

বলিউডে পরিচালক-প্রযোজক হনসল মেহতা। নানা বিষয় তিনি কথা বলে থাকেন প্রায়শই। কিন্তু এবার তিনি যা করলেন, তা কল্পনার বাইরে! টেনিস তারকা রজার ফেডেরার সঙ্গে আরবাজের মিল খুঁজে পেলেন শেষে! বিষয়টা কী?  বৃহস্পতিবার টেনিস তারকা রজার ফেডেরা তাঁর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেন তিনি অবসর নিচ্ছেন প্রতিযোগিতমুলক টেনিস টুর্নামেন্ট থেকে। তাঁর এই ঘোষণার পর অনের বলিউড তারকাই তাঁদের হৃদয়গ্রাহী ট্রিবিউট দিয়েছেন রজারকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। লারা দত্ত, করিনা কাপুর খান, অনুষ্কা শর্মা, অনুপম খের প্রমুখ। সোশ্যাল মিডিয়াতে দীপিকা পাডুকোণের সঙ্গে রজারের একটি ছবিও ভাইরাল হয়। যেখানে দেখা দুইজনকে একসঙ্গে টেনিস কোর্টে। দিল্লিতে ২০১৪ সালে আন্তর্জাতিক টেনিস প্রিমিয়ার লিগে দুইজনে খেলেছিলেন। সেই ছবিও হয়েছে ভাইরাল রজার খেলা ছেড়ে দিচ্ছেন এই খবরের পর।

ফেরা যাক পরিচালক হনসল মেহতার কথায়। তিনিও তাঁর শ্রদ্ধাজ্ঞাপন করেছেন সোশ্যাল মাধ্যমে রজারকে। রজারের ছবিসহ তিনি একটি হৃদয়গ্রাহী নোট লিখেছেন, “টেনিস আর আগের মত হবে না। কোর্টে এবং বাইরে উভয়ই – আপনার করুণা, কমনীয়তা, তেজ এবং খেলাধুলার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ টেনিস মাস্টার ফেডেরার, আপনি সর্বদা সর্বশ্রেষ্ঠ ছিলেন সমস্ত রেকর্ড এবং সংখ্যার বাইরে। #রজার ফেডেরার।” হনসল তাঁর এই মনছুঁয়ে যাওয়া নোটটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন একটি ছবি সহ। বিপত্তি এখানেই। ৪১ বছর বয়সি রজার ফেডেরার পরিবর্তে সেই ছবিটি ছিল সলমন খানের ভাই আরবাজ খানের। পোস্টটি সামনে আসতেই ভাইরাল হয়ে যায় মুহূর্তে। নেটিজ়েনদের চোখ এড়ায় না। তাঁরা ট্রোল, মিম করতে সময় নেন না।

সকলে এই পোস্ট দেখে প্রশ্ন করেন পরিচালকের কাছে, টেনিস চ্যাম্পিয়ন রজার ফেডেরা এবং আরবাজ খানের চেহারার মধ্যে তিনি কোথায় মিল খুঁজে পেয়েছেন? তিনি হাস্যকর পোস্টটি ভাগ করার পরে, কেউ কেউ রসিকতা না করে মন্তব্য করেছেন, “সত্যিই আপনি কাউকে মিস করছেন এবং আপনি সেই ব্যক্তিকে যথেষ্ট জানেন না।” “হাহাহাহাহা উজ্জ্বল স্যার,” একজন ভক্ত যোগ করেছেন। “আপনি কি নিশ্চিত যে এই ছবিটি ফেডেরারেরই? এটা তো আরবাজ খানের বলে মনে হচ্ছে,” অন্য একজন লিখেছেন। আর একজন লিখেছেন, ‘রজার ফেডেরার অবসরের বেস্ট টুইট!’ এক নেটিজ়েন আবার মজা করে লিখেছেন, ‘আশা করি আপনি ফেডেরার অভিনয় মিস করছেন না!’

হনসল মেহতার ছবি সহ সেই ভাইরাল টুইট

অন্যদিকে এর আগে, একটি সাক্ষাৎকারে আরবাজ টেনিস তারকার সঙ্গে নিজের চেহারার মিলল খুঁজে পেয়েছেন এমনটা স্বীকার করেছিলেন বলেও জানা গিয়েছে। অভিনেতা অবাক হয়েছিলেন যে টেনিস তারকাও এটি সম্পর্কে সচেতন ছিলেন কি না। তিনি জানিয়েছিলেন যে তিনি ফেডেরারের একজন বিশাল ভক্ত এবং ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে দেখা করতে চান। আরবাজ জানতে পেরেছিলেন যে রজারের দুবাইয়ে একটি বাড়ি রয়েছে এবং তিনি যখন দুবাই ওপেন খেলেন, তিনি সেখানেই থাকেন। অভিনেতা যোগ করেছেন যে তিনি সেই সময়ে তাঁর সঙ্গে দেখা করার চেষ্টা করবেন।

২৩-২৫ ​​সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে লিভার কাপ ২০২২। এখানেই রজারকে শেষ দেখা যাবে প্রতিযোগিতামুলক টেনিস কোর্টে। পরেও তাঁকে দেখা যাবে কোর্টে, তবে আর প্রতিযোগিতায় নয়, এমনটা নিজেই বলেছেন ২০টি গ্রান্ড স্লাম সিঙ্গল বিজয়ী তারকা রজার ফেডেরা।

Next Article