box office collection: বয়কট, ট্রোল, নেতিবাচক সমালোচনাকে দূরে সরিয়ে রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’ এক সপ্তাহে কত আয় করল

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Sep 16, 2022 | 9:47 PM

Ranbir-Alia Bhatt: বয়কট ডাকের প্রভাব পড়ছে ছবির উপর, সেই নিয়েও ছিল জল্পনা। ছিল দক্ষিণী ছবির রমরমা। সব খরা কাটিয়ে 'ব্রহ্মাস্ত্র' বলিউডকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করল বলেই মনে করছেন ট্রেড বিশেষজ্ঞরা।

box office collection: বয়কট, ট্রোল, নেতিবাচক সমালোচনাকে দূরে সরিয়ে রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’ এক সপ্তাহে কত আয় করল
'ব্রহ্মাস্ত্র' ছবি এক সপ্তাহে ৩০০ কোটির ক্লাবে

Follow Us

বয়কট, নেগেটিভ রিভিউ, নানা ধরনের মিম- সব কিছুকে পিছনে ফেলে অয়ন মুখোপাধ্যায়ের স্বপ্নের ছবি ‘ব্রহ্মাস্ত্র’ ৩০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল প্রথম সপ্তাহেই। ছবির শিবা ভূমিকায় অভিনয় করেন রণবীর কাপুর। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘শামশেরা’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। সেই নিয়ে কথা বলতে গিয়ে রণবীর জানিয়েছিলেন গল্প ভাল হলে কোনও কিছুই একটা ছবিকে ফ্লপ করতে পারে না। অন্যদিকে এই বছর যে কটি ছবি বক্স অফিসে সফল হয়েছে, তার মধ্যে আলিয়া ভাট অভিনীত ;গাঙ্গুবাঈ কাথিয়াওয়ারি; অন্যতম। আবার তাঁর ছবি মানেই ভক্তরা আশায় ছিলেন ছবি হিটের। তার উপর এই ছবির সেটেই একে অপরের প্রেমে পড়েন আলিয়া-রণবীর। সেই প্রেম পরিণতি পায় এই বছর ১৪ এপ্রিল সাত পাকে বাঁধা পড়ে। জুনে আলিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান, তাঁরা তাঁদের প্রথম সন্তানকে আহ্বান জানাতে চলেছেন। সব মিলিয়ে এই ছবি খুব কাছে সকলের কাছেই।

অন্যদিকে বলিউডে একের পর এক ছবি ফ্লপ। ছবি ঘিরে বিতর্ক। বয়কট ডাকের প্রভাব পড়ছে ছবির উপর, সেই নিয়েও ছিল জল্পনা। ছিল দক্ষিণী ছবির রমরমা। সব খরা কাটিয়ে ‘ব্রহ্মাস্ত্র’ বলিউডকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করল বলেই মনে করছেন ট্রেড বিশেষজ্ঞরা। করণ জোহর প্রযোজিত ছবি দর্শকদের শুধু ভারতে নয়, বিশ্বব্যাপী মনোরঞ্জন করেছে। যার ফল প্রথম সপ্তাহে ৩০০ কোটি ক্লাবে ঢুকে পড়েছে ব্রহ্মাস্ত্র সারা বিশ্বে।

 

ছবি মুক্তির কয়েক ঘণ্টার মধ্যে সিনেমা বিশেষজ্ঞ তরণ আদর্শ টুইট করেন লেখেন, হতাশ। দিয়েছিলেন মাত্র ২ রেটিং। কিন্তু নোতিবাচক সমালোচনা সত্ত্বেও দর্শক নিজেদের ভালবাসা দেখিয়েছেন। করণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন ছবি সারা বিশ্বে ৩০০ কোটি ব্যবসা করেছে। আলিয়াও একই পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ছবি তৈরি হয়েছে ৪০০ কোটি টাকায়। পরের সপ্তাহে তেমন বড় রিলিজ নেই বলিউডে। তাই বাকি লগ্নি করা টাকা উঠে আসার আশা রয়েছে। তার উপর রয়েছে ওটিটি প্ল্যাটফর্মে বিক্রি। সব মিলিয়ে প্রযোজক, বলিউড ট্রেড বিশেষজ্ঞদের আশা ছবি লগ্নি করা উঠিয়ে হিট দেবে। এই ভাবার কারণ ৩০ সেপ্টেম্বরের আগে কোনও বড় ছবি নেই যা মুক্তি পাবে। তাই হাতে বেশ কিছুটা সময় পেয়ে যাবে ব্রহ্মাস্ত্র। ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘বিক্রম বেধা’। মাঝে রয়েছে ‘সিয়া’ এবং আর বাল্কি পরিচালিত ‘চুপ’। তবে দুটোই বড় বাজেট ছবি নয়।

‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে আলিয়া-রণবীর ছাড়াও অভিনয় করেছেন শাহরুখ খান, নাগার্জুন, অমিতাভ বচ্চন, মৌনি রায়। ছবির ‘দ্বিতীয় পার্ট: দেবা’-তে দেখা যাবে দেবা এবং অমৃতার প্রেম। যারা শিবার বাবা-মা। এই দুই চরিত্রে কারা অভিনয় করবেন তা নিয়ে এখনই শুরু হয়েছে জল্পনা। শোনা যাচ্ছে দীপিকা পাডুকোনকে ইতিমধ্যেই সাইন করিয়েছেন পরিচালক-প্রযোজক। তবে সবটাই জল্পনাতেই রয়েছে।

Next Article