TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Jun 19, 2021 | 7:54 PM
'সিঙ্ঘম' নয় 'কিঁউ হো গ্যায় না' ছবির হাত ধরে বলিউডে হাতে খড়ি হয় কাজলের।
মূলত দক্ষিণী ছবির নায়িকা হলেও কাজলের জন্ম, বেড়ে ওঠা এবং পড়াশুনা মুম্বইয়েই।
অভিনয়ের পাশাপাশি তিনি একজন সফল জুয়েলারি ব্যবসায়ীও।
অভিনেত্রী মানেই সব সময় কড়া ডায়েটে থাকা। কিন্তু আইসক্রিম আর চকোলেট দেখলে নিজেকে সামলে রাখতে পারেন না কাজল।
নিজেকে ফিট রাখতে কাজলের একটাই মন্ত্র তা হল সাঁতার।
লেট নাইট পার্টি নয় ভোরই তাঁর পছন্দের।