Relationship Controversy: ‘ধর্মেন্দ্রকে তাঁর পরিবার থেকে আমি কখনও কাড়তে চাইনি…’ সম্পর্ক বিতর্কে বিস্ফোরক হেমা

Relationship: বর্তমানে সবটাই স্বাভাবিক। দুই পক্ষের সন্তানদের সঙ্গে বেশ গভীর সম্পর্ক হেমা মালিনী ও ধর্মেন্দ্রর। তারা একে অন্যের সঙ্গে ছবি করা নিত্য যোগাযোগ রাখা ও বিভিন্ন আনন্দ অনুষ্ঠানে একসঙ্গে সেলিব্রেশন করে থাকেন।

Relationship Controversy: 'ধর্মেন্দ্রকে তাঁর পরিবার থেকে আমি কখনও কাড়তে চাইনি...' সম্পর্ক বিতর্কে বিস্ফোরক হেমা
Follow Us:
| Edited By: | Updated on: Oct 16, 2022 | 7:32 PM

ধর্মেন্দ্রর সঙ্গে সম্পর্ক নিয়ে বরাবরই বিতর্কে জড়িয়েছেন হেমা মালিনী। একাধিকবার তাকে কটাক্ষের মুখোমুখি হতে হয়েছিল। কখনও শুনতে হয় তিনি ধর্মেন্দ্রর সংসার ভেঙেছেন। কখনও আবার শুনতে হয় তার জন্য রীতিমতো হেনস্তা হয়েছিল ছোটবেলায় সানি দেওয়াল ববি দেওয়াল। এক প্রকার বাবাকে তারা সহ্য করতে পারতেন না কারণ ছিলেন হেমা মালিনী। বাবার আর এক বিয়ে মেনে নেওয়ার নয়, সেই কারণেই পরিবার ধীরে ধীরে ধর্মেন্দ্রর কাছ থেকে একটা সময় দূরে সরে যেতে থাকে। যার দায় কমবেশি সকলেই চাপিয়ে দেয় হেমা মালিনীর উপর। যদিও এই প্রসঙ্গে মুখ খুলতে কখনোই দুবার ভাবেননি এই অভিনেত্রী। তিনি স্পষ্টই জানেন, কারণ সংসার ভাঙার ইচ্ছে কোনদিনই ছিল না তার। তবে কেউ সে কথা বোঝেনি বোঝার চেষ্টাও করেনি।

ধর্মেন্দ্রর পরিবার থেকে তাকে আলাদা করার কোন ইচ্ছাই ছিল না হেমা মালিনীর। তিনি জানেন ধর্মেন্দু কে প্রথম দেখা মাত্রই তিনি বুঝে গিয়েছিলেন ধর্মেন্দ্র তার মনের মানুষ। তবে বিয়ের পরপর হেমা মালিনী জানিয়েছিলেন পরিবারের সকলের সঙ্গেই সম্পর্ক ও যোগাযোগ দুই রাখতে পারেন ধর্মেন্দ্র। তিনি সবটা জেনেই এ বিয়ে করেছেন তার কোন কিছুতেই আপত্তি নেই। যদি ধর্মেন্দ্র তেমনটা চাইলেও তার পরিবার অর্থাৎ প্রথম পক্ষের স্ত্রী তা মেনে নিতে নাড়ার ছিলেন। ধর্মেন্দ্রর কথায় তিনি চেষ্টা করেছিলেন প্রচুর। এই মর্মে হেমা মালিনী জানান তার আগের পক্ষে স্ত্রী ও সন্তানেরা তার নির্দেশ বা কথা কোনটাই শোনেননি। তিনি বারে বারে বলার সত্ত্বেও সম্পর্ককে সহজ করতে নাড়াচ্ছিলেন তারা। তিনি তার পক্ষ থেকে সমস্ত রকম চেষ্টাই করেছিলেন বলে জানান অভিনেত্রী।

বর্তমানে সবটাই স্বাভাবিক। দুই পক্ষের সন্তানদের সঙ্গে বেশ গভীর সম্পর্ক হেমা মালিনী ও ধর্মেন্দ্রর। তারা একে অন্যের সঙ্গে ছবি করা নিত্য যোগাযোগ রাখা ও বিভিন্ন আনন্দ অনুষ্ঠানে একসঙ্গে সেলিব্রেশন করে থাকেন। তবে হিমা মালিনীকে আজও কোথাও যেন মন থেকে মেনে নিতে পারেনি এই পরিবার। যদিও তা নিয়ে খুব একটা আক্ষেপ নেই অভিনেত্রীর। হেমার কথায় তিনি যা চেয়েছিলেন যা করেছিলেন সমস্তটাই ধর্মেন্দ্রর মুখ চেয়ে।