Hrithik-Priyanka: অনেক কাটাকুটির পর ‘কৃশ ফোর’-এর চিত্রনাট্য পছন্দ হৃত্বিকের; হচ্ছে পরিচালক বদল, থাকছেন প্রিয়াঙ্কা

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 01, 2023 | 2:27 PM

Hrithik-Priyanka: ১২ বছর পর ফের এক সঙ্গে কাজ করবেন হৃত্বিক-প্রিয়াঙ্কা। তৈরি হচ্ছে 'কৃশ ফোর'। ছবি নিয়ে নাকি মারাত্মক খুঁতখুঁতে হৃত্বিক রোশন। অনেক কাটাকুটির পর চিত্রনাট্য পছন্দ হয়েছে তাঁর। শোনা যাচ্ছে, এই ছবির জন্য পরিচালকও নাকি বদল হচ্ছেন। সিদ্ধার্থ আনন্দকে নাকি পাওয়া যাবে পরিচালকের কেদারায়।

Hrithik-Priyanka: অনেক কাটাকুটির পর কৃশ ফোর-এর চিত্রনাট্য পছন্দ হৃত্বিকের; হচ্ছে পরিচালক বদল, থাকছেন প্রিয়াঙ্কা
প্রিয়াঙ্কা-হৃত্বিক।

Follow Us

২০১৩ সালে মুক্তি পেয়েছিল রাকেশ রোশন পরিচালিত ছবি ‘কৃশ থ্রি’। ছবিতে হৃত্বিক রোশনের সঙ্গে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তাঁকে দেখা গিয়েছিল প্রিয়ার চরিত্রে। এবার নাকি ফের হৃত্বিক-প্রিয়াঙ্কা একসঙ্গে কাজ করবেন। কেন না তৈরি হচ্ছে ‘কৃশ ফোর’। ছবি নিয়ে নাকি মারাত্মক খুঁতখুঁতে হৃত্বিক রোশন। অনেক কাটাকুটির পর চিত্রনাট্য পছন্দ হয়েছে তাঁর। শোনা যাচ্ছে, এই ছবির জন্য পরিচালকও নাকি বদল হচ্ছেন। সিদ্ধার্থ আনন্দকে নাকি পাওয়া যাবে পরিচালকের কেদারায়।

২০১৩ সালে মানুষ যে ধরনের ছবি বড় পর্দায় দেখতেন, সেই ছবি এখন পুরনো হয়ে গিয়েছে। প্রাসঙ্গিকতা রেখে ‘কৃশ ফোর’ সেই ভাবেই তৈরি করতে হবে। যে কারণে, সিদ্ধার্থ আনন্দের মতো পরিচালককে নিযুক্ত করার কথা চিন্তা করা হয়েছে। ২০২৪ সালে শুটিং শুরু হবে এই ছবির।

এই সময় ভারতেই আছেন প্রিয়াঙ্কা চোপড়া। মুম্বই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করতে এসেছেন তিনি। সই করেছেন বিশাল ভরদ্বাজের ছবিতে। ছবি নিয়ে নানা কথা প্রিয়াঙ্কা বিশালের সঙ্গে আলোচনা করেছিলেন মার্কিন মুলুকে বসেই। ভারতে সেই ছবির শুটিংও করবেন তিনি।। তার মধ্যে জানা গেল ‘কৃশ ফোর’-এর হাল হকিকত। এর আগে প্রিয়াঙ্কাকে বলিউডে দেখা গিয়েছে ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে কাশিবাঈয়ের চরিত্রে।

অন্যদিকে দীপিকা পাড়ুকোনের সঙ্গে সিদ্ধার্থ আনন্দের ছবি ‘ফাইটার’-এর শুটিং নিয়ে ব্যস্ত আছেন হৃত্বিক। ক্রমাগত অ্যাকশনধর্মী ছবি করে চলেছেন তিনি। ‘কৃশ ফোর’ ছবিটি তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট। ‘কই মিল গয়া’ থেকে শুরু করে ‘কৃশ’ ছবিগুলিতে প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

Next Article