পুরনো চাল ভাতে বাড়ে—পুরনো প্রেমও বাড়ে হয়তো। হাজার হোক সুজ়ানের সঙ্গে বিবাহিত জীবন কাটিয়েছিলেন হৃত্বিক। সুজ়ান তাঁর দুই সন্তানের জননীও। তাই জীবনে যতই নতুন প্রেম আসুক, হৃত্বিক-সুজ়ানের রসায়নে মিষ্টতা থাকবেই। বিশেষ করে যে মিষ্টতায় তিতোভাব নেই বললেই চলে। গায়িকা ও অভিনেত্রী সাবা আজ়াদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন ঋত্বিক। তাঁদের বহু জায়গায় দেখাও গিয়েছে। হৃত্বিকের বাড়িতেও আনাগোনা আছে সাবার। এই সাবাকে সোশ্যাল মিডিয়ায় ‘ভাল’ বলেছেন তাঁর ‘প্রেমিক’-এর প্রাক্তন স্ত্রী সুজ়ান। এবার সুজ়ানকে ‘সুপারস্টার’ বললেন হৃত্বিক।
হৃত্বিকের আগের স্ত্রী সুজ়ান একজন তারকা ইন্টিরিয়র ডিজ়াইনার। নতুন কাজে হাত দিতে চলেছেন তিনি। পা বাড়াতে চলেছেন নতুন স্বপ্নের দিকে। একটি পোস্ট করে সুজ়ান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “এনার্জি কখনও মরে না। সবসময় এমন মানুষের সঙ্গে থাকবে যাঁদের ভাল এনার্জি আছে। যাঁরা তোমার জীবনকে আলোড়িত করে তুলতে পারে।”
সুজ়ানের সেই পোস্ট শেয়ার করেছেন হৃত্বিক। লিখেছেন, “তোমার জন্য অনেক অনেক অভিনন্দন সুজ়ান। এটা দারুণ ব্যাপার।” সুজ়ানের একটি ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করে হৃত্বিক এটাও লিখেছেন, “তোমার জন্য আমি সত্যিই গর্বিত। তুমি একজন সুপারস্টার।”
১৩ বছরের বিবাহিত জীবন হৃত্বিক-সুজ়ানের। ২০১৪ সালে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু সেই বিয়ে টেকেনি। দুই তারকাই নিশ্চিত করেছিলেন—যাই হয়ে যাক না কেন, নিজেদের বন্ধুত্বে আঁচ পড়বে না এই বিচ্ছেদের। হয়েছেও তাই। তাঁদের দুটি ফুটফুটে পুত্র সন্তানও আছে। তাঁদের সমান যত্নে মানুষ করছেন হৃত্বিক-সুজ়ান। বাচ্চাদের সঙ্গে নিয়ে পার্টিও করেন তাঁরা। নিজ নিজ জীবনে ভাল আছেন তাঁরা। হৃত্বিকের যেমন সাবা আছেন, সুজ়ানেরও আছেন ‘প্রেমিক’ আর্সলান গোনি।