ছেলে অয়নের হাতে এককাঁদি কলা। সেই ছবি শেয়ার করেছেন প্রয়াত অভিনেতা ইরফানের খানের স্ত্রী সুতপা শিকদার। সেই সঙ্গে জানিয়েছেন এক আশ্চর্য কথাও। ইরফান নাকি হতে চেয়েছিলেন শহুরে চাষি। সোশ্যাল মিডিয়া পোস্ট করে এমন কথাই জানিয়েছেন অভিনেতা-পত্নী। ইরফান-সুতপার কনিষ্ঠ পুত্র অয়ন গ্রামের বাজারে চাষি সেজে কলার কাঁদি হাতে ছবি তুলেছেন। সম্প্রতি ইনস্টাগ্রাম পোস্টে সুতপা লিখেছেন, “আমের পর কলা নিয়ে বাড়ি ফেরে আমাদের পুত্র। ও চাষির মতো সেজেছে।” এই পোস্টের নীচে একজন কমেন্ট করেছেন, “আপনাদের বাড়ির চাষি ও।” সুতপা পাল্টা লিখেছেন, “হবে না কেন, ওর বাবাও তো চাষ করতে চাইত।” কিছুদিন আগে নিজেদের জমির আমের ভিডিয়ো পোস্ট করেছিলেন সুতপা। ভিডিয়োতে তিনি লিখেছিলেন, “জীবনের জার্নিতে প্রিয়জনদের কাছাকাছি থাকা যায়। কিন্তু জীবনের বাইরে প্রকৃতি মা আমাদের বাঁচিয়ে রাখেন।”
সুতপাদের বাড়িতে যে আমের বাগান রয়েছে, সেটি ইরফান নিজে তৈরি করেছিলেন। ফলে সুতপা মনে করেন, সেই বাগানেই থেকে গিয়েছেন ইরফান। বিষয়টিকে ‘অরগ্যানিক ফার্মিং’-এর নাম দিয়েছিলেন অভিনেতা। প্রতিবছর গাছে যখন আম হয়, সুতপার আরও বেশি করে মনে পড়ে ইরফানের কথা। তিনি বলেছেন, “ইরফান আম খেতে খুব ভালবাসত। আমি খারাপ রান্না করলে ও কেবল আম খেয়েই পেট ভরিয়ে ফেলত।”
২০২০ সালের এপ্রিল মাসে প্রয়াণ ঘটে ইরফান খানের। একদিকে করোনার পরিবেশ। অন্যদিকে প্রিয় অভিনেতার মৃত্যু। গোটা দেশ সে সময় হারিয়েছিল নিজের প্রিয়জনকে। ইরফানের নিউরোএন্ডোক্রিন টিউমার ছিল। জীবনের শেষ কয়েকটি দিন স্ত্রী সুতপা ও দুই পুত্র বাবিল ও অয়নের সঙ্গে কাটিয়েছিলেন ইরফান।
বাবার মতো বাবিলও সিনেমায় অভিনয় করবেন। তাঁকে প্রথমবার দেখা যাবে ‘কালা’ ছবিতে। নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম করতে শুরু করবে সেই ছবি। সুজিত সরকারের একটি ছবিতেও তাঁর অভিনয় করার কথা।