Box Office Collection: ‘ব্রহ্মাস্ত্র’র বক্স অফিস কালেকশন মিথ্যা, তাই নিয়ে জোর জল্পনা শুরু

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 11, 2022 | 6:10 PM

Brahmastra: ৯ সেপ্টেম্বর সারা বিশ্বে মুক্তি পেয়েছে 'ব্রহ্মাস্ত্র'। কিন্তু সাফল্য পেতে না-পেতেই তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Box Office Collection: ব্রহ্মাস্ত্রর বক্স অফিস কালেকশন মিথ্যা, তাই নিয়ে জোর জল্পনা শুরু
'ব্রহ্মাস্ত্র'-এ রণবীর কাপুর...

Follow Us

‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রথমদিনের বক্স অফিস কালেকশন নজরকাড়া। একদিনে ৭৫ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। বলিউডের ভরাডুবির মধ্যে আশার আলো দেখাতে শুরু করেছে এই ছবি। ছবির অ্যাভান্স বুকিং শোরগোল ফেলে দিয়েছে এরই মধ্যে। তারপর দর্শকের মধ্যে আলোচনা শুরু হয়েছে ছবিকে কেন্দ্র করে। অনেকে বলছেন, ‘পয়সা উসুল’ ছবি। কেউ আবার বলছেন, ছোটবেলায় ফিরে গিয়েছেন। কারও-কারও মত, ‘এবার বলিউড ঘুরে দাঁড়াবে’। মোদ্দা কথা, লক্ষ্মীলাভের আশায় বলিউড। এর আগে পরপর বেশকিছু ছবি ফ্লপ করেছে প্রত্যাশা থাকা সত্ত্বেও। কিন্তু ‘ব্রহ্মাস্ত্র’ ঘুরে দাঁড়ানোর ছবি হিসেবেই চিহ্নিত হচ্ছে শুরু থেকে।

৯ সেপ্টেম্বর সারা বিশ্বে মুক্তি পেয়েছে ‘ব্রহ্মাস্ত্র’। কিন্তু সাফল্য পেতে না-পেতেই তা নিয়ে প্রশ্ন উঠেছে। ফাঁকা হলের ছবি, বুকিং অ্যাপে টিকিট পাওয়ার মত ঘটনা দেখে প্রশ্ন উঠেছে, ‘ব্রহ্মাস্ত্র’ ছবির সাফল্য় সত্যি নাকি মিথ্যা। এই মুহূর্তে ‘ব্রহ্মাস্ত্র’ আলোচনার কেন্দ্রে। ছবির বাজেট ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে। ভিএফএক্স-কাস্ট-গল্প ছবিকে সুন্দর বলিউড ছবি হিসেবে গড়ে তুলেছে। কিন্তু এত সাফল্যের কাহিনির মাঝেও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে কিছু ফাঁকা প্রেক্ষাগৃহের ছবি।

প্রায় ৮-৯ বছর ধরে এই ছবির জন্য পরিশ্রম করেছেন ‘ব্রহ্মাস্ত্র’ ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায়। ছবি তৈরি হতে সময় লেগেছে ৫ বছর। ছবিতে রয়েছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। ছবি তৈরি হতে-হতেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন রণবীর-আলিয়া। তাঁরা ছাড়াও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, মৌনী রায়, নাগার্জুনা, শাহরুখ খান, ডিম্পল কাপাডিয়ারা।

‘ব্রহ্মাস্ত্র’ প্রথম ভাগ ‘শিবা’ মুক্তি পেয়েছে। ছবিতে ‘শিবা’ রণবীরই। শিবা অগ্নি অস্ত্র। পরবর্তী ভাগও আসছে। সেই ভাগটির নাম ‘দেব’। শোনা যাচ্ছে, তাতে দেবের চরিত্রে নাকি অভিনয় করবেন রণবীর সিং। থাকবেন দীপিকা পাড়ুকোনও। মার্ভেলের যেমন আছে ‘মাল্টিভার্স’, তেমনই বলিউড ভারতীয়দের উপহার দিল ‘অস্ত্রভার্স’। এই ফ্র্যাঞ্চাইজ়ির গল্পের কেন্দ্রে রয়েছে অস্ত্র।

Next Article