Brahmastra: ছবি শেষ হতেই সিনেমাহলে উপস্থিত রণবীর কাপুর, কী অনুরোধ করলেন ভক্তদের

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Sep 11, 2022 | 7:06 PM

Box Office: ৯ সেপ্টেম্বর এই স্ক্রিনিংটি হয়েছিল। পরের দিনই ছবি মুক্তির কথা।  এমনই সময় ভক্তদের উদ্দেশে কী অনুরোধ করলেন রণবীর কাপুর!

Brahmastra: ছবি শেষ হতেই সিনেমাহলে উপস্থিত রণবীর কাপুর, কী অনুরোধ করলেন ভক্তদের
অন্যদিকে রণবীর লিব্রান, ফলে তাঁর ক্ষেত্রেও সংখ্যা ৬ বেশ গুরুত্বপূর্ণ। সব দিক থেকে এটি এক দারুণ বিষয় ঘটল বলেই সঞ্জয় জুমানির মত। সন্তানের ভাগ্য সংখ্যা ৫, যা বুদ্ধির পরিচায় দেয়।

Follow Us

সদ্য মুক্তি পেয়েছে ছবি ব্রহ্মাস্ত্র। সেই ছবি মুক্তির আগে থেকেই নানান সমস্যার মুখে পড়তে হয় সেলব জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাটকে। কখনও ওঠে বয়কচের ডাক, কখনও ওঠে আবার ছবি ঘিরে নানা নেগিটিভিটির খবর। তবে সব মিলিয়ে কোথাও গিয়ে যেন এই ছবি ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। সম্প্রতি ছবির রিভিউ নিয়েও কথা হচ্ছে বিভিন্ন মহলে। শুক্রবার খোদ তরণ আদর্শ জানিয়ে দিয়েছিলেন যে তিনি এই ছবি দেখে ছবি ভাল হয়নি, স্পষ্ট হয়ে গিয়েছিল তাঁর রিভিউতে। তবে সারপ্রাইজ দিলেন খোদ রণবীর কাপুর। ব্রহ্মাস্ত্র-র একটি বিশেষ ফ্যান স্ক্রীনিং-এ উপস্থিত হতে দেখা যায় তাঁকে। ৯ সেপ্টেম্বর এই স্ক্রিনিংটি হয়েছিল। পরের দিনই ছবি মুক্তির কথা।  এমনই সময় ভক্তদের উদ্দেশে কী অনুরোধ করলেন রণবীর কাপুর!

ভাইরাল হল এবার সেই ভিডিয়ো। অনলাইনে প্রকাশিত এই ভিডিয়োতে দেখা যায়, ব্যাকগ্রাউন্ডে বড় পর্দায় ব্রহ্মাস্ত্র ছবির টাইটেল যাচ্ছে। ভক্তদের উল্লাসের মধ্যেই বেশকিছুজন রয়েছে যাঁরা ছবি নিয়ে নেগেটিভ কথাবার্তা বলছেন। তবে এবার সেই নেগেটিভিটি নিয়ে মুখ খোলেন রণবীর কাপুর। জানান, “শুধু একটা অনুরোধ। এই ফিল্মে যা কিছু আক্ষেপ আছে, দয়া করে তা সোশ্যাল মিডিয়াতে না দেওয়ার চেষ্টা করুন। কারণ আপনি জানেন যে অন্যান্য দর্শকরা ছবিটি দেখেননি, তাঁরা যেন এটার দ্বারা অনুপ্রাণিত না হন,” স্ক্রিনিংয়ে তাঁর সঙ্গে ছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়।

&

যদিও এই ছবির বক্স অফিস এখন অন্যকথাই বলছে। ঝড়ের গতিতে ভাইরাল ছবির বিভিন্ন খবর। কখনও সামনে উঠে আসতে দেখা যাচ্ছে বিশ্ব জুড়ে তার রেকর্ড বুকিং, কখনও আবার আলিয়া ও রণবীরের রোম্যান্সের কাহিনি। এছাড়াও আলিয়া ভাট অভিনীত, ব্রহ্মাস্ত্র, যা বিশ্বব্যাপী 8000 স্ক্রিন জুড়ে মুক্তি পেয়েছে, তাঁর প্রথম দিনে বিশ্বব্যাপী ৭৫ কোটি টাকা আয় করেছে। যদিও ছবি ঘিরে দর্শকদের মনে মিশ্র প্রতিক্রিয়া বর্তমান।

Next Article