Alia Bhatt Pregnancy: যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন আলিয়া, আসল সত্য কী, খোদ জানালেন রণবীর

Untold Story: সম্প্রতি শোনা যায়, রণবীর ও আলিয়া নাকি যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন! সত্যি কি তাই, প্রশ্ন শুনে কী বললেন রণবীর!

Alia Bhatt Pregnancy: যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন আলিয়া, আসল সত্য কী, খোদ জানালেন রণবীর
Follow Us:
| Edited By: | Updated on: Jul 19, 2022 | 9:18 AM

টানা ৪ বছরের সম্পর্ক। দীর্ঘ দিন একে অন্যের কাছাকাছি থাকা ছবির শুটিং-এর সুবাদে। যদিও রণবীর ও আলিয়ার জুটিকে ঘিরে একাধিক কাহিনি প্রথম থেকেই বর্তমান। বিনোদন জগতে পা রাখা মাত্রই আলিয়া ভাট জানিয়ে দিয়েছিলেন, যে তিনি রণবীরের সঙ্গে প্রেম করতে চান। অন্য দিকে শোনা যায়, স্টুডেন্ট অব দ্য ইয়ার ছবির শুটিং-এর সময়ই রণবীর করণকে জানিয়েছিলেন যে তিনি আলিয়াকে বিয়ে করতে চান। এর থেকেই জল্পনা ছড়ায় যে প্রথম থেকেই দুজনেরই নজর ছিল একে অন্যের অপর। তবে সেই সকল কাহিনি এখন অতীত। রীতিমত প্রেম, ট্রিপ, একান্তে সময় কাটানো, পরিবারের সঙ্গে হুল্লোর মজার এমন কি বেশকিছু দিনের লিভ ইনের পর চলতি বছর এপ্রিল মাসে বিয়ের পিঁড়িতে বসেন আলিয়া ভাট ও রণবীর কাপুর।

না, বিশাল রাজকীয় আয়োজন নয়, তবে মোটের ওপর যেভাবে এই অনুষ্ঠান সম্পূর্ণ হয়, তাতে একটা বিষয় স্পষ্ট, রণবীর-আলিয়া বর্তমানে বেশ খুশি। আলিয়া একবার নিজেই বলেছিলেন, আলাদা করে বিয়ের প্রয়োজন নেই, মানসিকভাবে তিনি বিবাহিত। ফলে কেবল রীতি মেনেই বিয়ে আর সেলিব্রেশনটুকু সেরে ফেলা মাত্র। তবে জুটির তরফ থেকে সুখবর পাওয়া তখনও ছিল বাকি। কয়েক মাসের মধ্যেই সুখবর শোনালেন রণবীর আলিয়া। মা হতে চলেছেন আলিয়া। পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। এই খবর সামনে আসার পর আবারও নতুন করে চর্চা শুরু নেট দুনিয়ায়। ঠিক যেমন বিয়ের আগে বারে বারে বিয়ে নিয়ে নানা খবর ছড়িয়ে  পড়ছিল, এবার পালা সন্তানের।

সম্প্রতি শোনা যায়, রণবীর ও আলিয়া নাকি যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন! সত্যি কি তাই, প্রশ্ন শুনে কী বললেন রণবীর! রণবীর সম্প্রতি শামশেরার প্রমোশন করতে দিল্লি পৌঁছে ছিলেন। সেখানেই একটি সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেন গুজব ছড়াবেন না। আমায় দুটি সত্যি কথা ও একটি মিথ্যে কথা বলতে বলা হয়েছে। এরপর তিনি জানান ১, তাঁর যমজ সন্তান হতে চলেছে, ২. তিনি বড় একটি মাইথলজিক্যাল ছবি করছেন, ৩. তিনি অভিনয় থেকে বিরতি নিতে চান। এরপরই সকলেই অনুমান করে নেন যে রণবীর কাপুর অভিনয় থেকে বিরতী নেবেন এটা অবিশ্বাস্য, তাই এটাকে যদি একটি মিথ্যের কোটায় ফেলা যায় তবে নিঃসন্দেহে তিনি যমজ সন্তানের বাবা হচ্ছেন এটা সত্যি। যদিও স্পষ্ট করে কিছুই বলেননি অভিনেতা।