রণবীর কাপুর, বরাবরই তিনি দাবি করে এসেছেন, তিনি সোশ্যাল মিডিয়ায় নেই। তাঁর কোনও অ্যাকাউন্টই নেই। সত্যি কি তাই! তাঁর কোনও ব্লুটিক অর্থাৎ ভেরিফায়েড অ্যাকাউন্ট না থাকলেও বেনামে নিজে সেখানে উপস্থিত থাকেন অন্যদের ওপর নজর রাখতে, এ কথা একাধিকবার বিভিন্ন সেলিব্রিটিরা জানিয়েছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন অভিনেত্রীর কন্ঠে একই সুর শোনা গিয়েছে। সকলকে স্টক করার জন্য তিনি বেনামে সোশ্যাল মিডিয়ায় উপস্থিত। তবে পাকাপাকিভাবে সোশ্যাল মিডিয়ায় থাকতে চান না রণবীর।
এত গেল তাঁর সিদ্ধান্তের কথা, তবে তিনি যে বেনামে সোশ্যাল মিডিয়ায় রয়েছে সে বিষয়ে এবার কেন মুখ খুললেন না? সম্প্রতি আলিয়া ভাটের লিপস্টিক বিতর্কে মুখ খুলতে গিয়ে রণবীর কাপুর প্রথমেই জানিয়ে দিলেন, তাঁর নাকি কোনও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই। বিপত্তি এখানে। মুহূর্তে ভাইরাল হতে থাকলে তাঁর পুরনো একাধিক ক্লিপিং যেখানে তিনি হাসিমুখে সম্মতি জানিয়েছেন, বাকিদের করার দাবি একেবারেই সত্য।
তবে এবার কী বললেন অভিনেতা
আমি সোশ্যাল মিডিয়ায় নেই। তাই এগুলোর সঙ্গে লড়ার করার প্রয়োজন আমার নেই। সেটা বড় ব্যপার। তবে আমার মনে হয় নেগেটিভিট ভীষণ জরুরী। বিশেষ করে আপনি যদি একজন শিল্পী হন। যদি কোনও কাজ করে থাকি, তবে সেখানে ভাল খারাপ দুই মন্তব্যই থাকা প্রয়োজন। আপনি দেখবেন, আপনার নামে একাধিক সময় একাধিক তথ্য লেখা হয়, যেগুলো অধিকাংশই সত্যি নয়। সেখান থেকে কী এক চিমটি তুলে নিন, কারণ এই যে আপনার ইমেজ, তা পর্দায়, ছবির চরিত্র তৈরি করেছে। এটা আমি নই। এটা সাধারণের। এটা সাধারণ মানুষের যাঁরা আমায় ভালবাসেন, কিংবা অপছন্দ করেন, তাঁদের। আমার সম্পর্কে তাঁরা যা খুশি বলতে পারে। কারণ তাঁরা আমার কাজকে সুযোগ করে দেয়। আমি অভিনেতা হিসেবে তাঁদের কাছে প্রমাণ করব নিজেকে। তাই আমার নজর সর্বদাই থাকবে কাজে। এই মন্তব্যের জেরেই এখন নয়া জল্পনা তুঙ্গে।