TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Oct 25, 2023 | 7:59 PM
আর মাত্র একটা দিনের অপেক্ষা। শুরু হতে চলেছে করণ জোহর সঞ্চালিত টক শো কফি উইথ করণ সিজ়ন ৮। সেখানেই একগুচ্ছ নতুন চমক থাকছে। তবে অনেকেই নাকি এবার আসছেন না।
এও সম্ভব, হট ফিগারে ডুব দিলেন তিনি হৃত্বিকের বাহুডোরে, ফ্রেম সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল। একশ্রেণি প্রশংসায় পঞ্চমুখ, অন্য শ্রেণি যথারীতি কটাক্ষ করতে পিছপা হলেন না।
অন্যদিকে আলিয়া ভাট ও করিনা কাপুরও নাকি সম্ভাব্য থাকতে পারেন এই টক শোয়ে। তবে অনেকেই আছেন, যাঁরা এই শোয়ে আসতে খুব একটা ইচ্ছুক নন।
কার্তিক আরিয়ান: কার্তিক আরিয়ানের সঙ্গে করণের সম্পর্ক বেশ কিছু দিন খারাপ থাকার কারণেই নাকি শোনা যাচ্ছে কার্তিক আসতে চাইছেন না এই সিজনে।
বর্তমানে রমরমিয়ে চলছে টাইগার ছবি। সলমন খানের বোল্ড লুকে বুঁদ সকলেই। পাশাপাশি ছবিতে প্রশংসিত ক্যাটরিনা কাইফের অ্যাকশন দৃশ্যও।
অনুষ্কা শর্মা: অতীতে তাঁকে এই শোয়ে দেখা গেলেও ব্যক্তিগত জীবনকে তিনি গোপন রাখতই পছন্দ করেন। বিশেষ করে বিরাট কোহলির নাম জড়ানোর পর তিনি নাকি রাজি নন।
শাহরুখ খানের এই মন্তব্য চর্চার কেন্দ্রে জায়গা করে নেয় রাতারাতি। যা নিয়ে একচা সময়ের পর ব্যপকহারে জলঘোলা হয়েছিল।
রণবীর কাপুর: রণবীর কাপুর একবার প্রকাশ্যেই বলেছিলেন, এই ধরনের শো তাঁর পছন্দই নয়। ফলে তিনি যে থাকবেন না তা এক কথায় স্পষ্ট।