Yash: রামায়ণ-এর রাবণ তিনি, দক্ষিণী সুপারস্টার যশ এই ছবির জন্য কত কোটি নিচ্ছে শুনলে অবাক হবেন

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Oct 22, 2023 | 4:00 PM

Ramayana: সবচেয়ে বেশি চমক হল এই ছবিতে অভিনয় করতে কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন যশ, দক্ষিণী সুপারস্টারদের অনেকেই এখন পারিশ্রমিক বাড়িয়ে ১০০ কোটি করেছেন। বলিউড স্টারদেরও বেড়ে গিয়েছে পারিশ্রমিক।

1 / 8
কেজিএফ খ্যাত দক্ষিণী সুপারস্টার যশ, গোটা ভারতের কাছে এখন তিনি রকি ভাই। পরপর দুই ছবিতে যেভাবে ঝড় তুলেছিলেন তিনি বক্স অফিসে, তা এক কথায় বলতে গেলে তাক লাগায় দর্শকদের।

কেজিএফ খ্যাত দক্ষিণী সুপারস্টার যশ, গোটা ভারতের কাছে এখন তিনি রকি ভাই। পরপর দুই ছবিতে যেভাবে ঝড় তুলেছিলেন তিনি বক্স অফিসে, তা এক কথায় বলতে গেলে তাক লাগায় দর্শকদের।

2 / 8
 কেজিএফ ৩ বর্তমানে চর্চায়। তবে এরই মাঝে বলিউড ছবি নিয়ে জল্পনা তুঙ্গে। দক্ষিণী সুপারস্টার নাকি থাকতে চলেছেন বলিউডের রামায়ণ ছবিতে।

কেজিএফ ৩ বর্তমানে চর্চায়। তবে এরই মাঝে বলিউড ছবি নিয়ে জল্পনা তুঙ্গে। দক্ষিণী সুপারস্টার নাকি থাকতে চলেছেন বলিউডের রামায়ণ ছবিতে।

3 / 8
 নীতিশ তিওয়ারি পরিচালিত এই ছবিতে রাবণের ভূমিকায় নাকি অভিনয় করার কথা রয়েছে তাঁর। যেখানে রামের ভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুর।

নীতিশ তিওয়ারি পরিচালিত এই ছবিতে রাবণের ভূমিকায় নাকি অভিনয় করার কথা রয়েছে তাঁর। যেখানে রামের ভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুর।

4 / 8
 যদিও এই ছবিতে সীতার ভূমিকা অভিনয় করার কথা ছিল আলিয়া ভাটের তবে সময় নিয়ে সমস্যা হওয়ার কারণে সেই চরিত্রে এবার অভিনয় করার কথা শোনা যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীর।

যদিও এই ছবিতে সীতার ভূমিকা অভিনয় করার কথা ছিল আলিয়া ভাটের তবে সময় নিয়ে সমস্যা হওয়ার কারণে সেই চরিত্রে এবার অভিনয় করার কথা শোনা যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীর।

5 / 8
তবে সবথেকে চমক হল এই ছবিতে অভিনয় করতে কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন যশ, দক্ষিণী সুপারস্টারদের অনেকেই এখন পারিশ্রমিক বাড়িয়ে ১০০ কোটি করেছেন।

তবে সবথেকে চমক হল এই ছবিতে অভিনয় করতে কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন যশ, দক্ষিণী সুপারস্টারদের অনেকেই এখন পারিশ্রমিক বাড়িয়ে ১০০ কোটি করেছেন।

6 / 8
কিন্তু না, যশ ১০০ কোটিতে নয়, তিনি নাকি এই ছবিতে রাবণের ভূমিকায় অভিনয় করতে চেয়েছেন মোট দেড়শ কোটি টাকা। অবাক লাগেও বলিউড সূত্রে এখন এটাই খবর।

কিন্তু না, যশ ১০০ কোটিতে নয়, তিনি নাকি এই ছবিতে রাবণের ভূমিকায় অভিনয় করতে চেয়েছেন মোট দেড়শ কোটি টাকা। অবাক লাগেও বলিউড সূত্রে এখন এটাই খবর।

7 / 8
যদিও এ প্রসঙ্গে পাকাপাকিভাবে কোনও অফিসিয়াল খবর প্রকাশ্যে আসেনি। তবে বলিউডের রামায়ণ নিয়ে যে কাজ শুরু হয়ে গিয়েছে সে খবর মিলেছে বহুদিন।

যদিও এ প্রসঙ্গে পাকাপাকিভাবে কোনও অফিসিয়াল খবর প্রকাশ্যে আসেনি। তবে বলিউডের রামায়ণ নিয়ে যে কাজ শুরু হয়ে গিয়েছে সে খবর মিলেছে বহুদিন।

8 / 8
এখন দেখার প্রভাসের রামায়ণ-এর ঘোর কাটিয়ে বলিউডের এই রামায়ণ দর্শক মনে জায়গা করে নিতে পারে কিনা। যশের বলিউড ডেবিউ কতটা ঝড় তোলে।

এখন দেখার প্রভাসের রামায়ণ-এর ঘোর কাটিয়ে বলিউডের এই রামায়ণ দর্শক মনে জায়গা করে নিতে পারে কিনা। যশের বলিউড ডেবিউ কতটা ঝড় তোলে।

Next Photo Gallery