Rohit-Tiger: হট লুকে ‘পুলিশ’ টাইগার, রোহিতের ঝুলিতে একগুচ্ছ চমক
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Oct 19, 2023 | 9:00 PM
Tiger Shroff: ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে দীপিকা পাড়ুকোনের লুক। ঠিক তেমনই আবার থাকছেন অজয় দেবগণ, থাকছেন অক্ষয় কুমার, রণবীর সিং, টাইগার শ্রফেরা। শোনা গিয়েছিল ছবিতে করিনা কাপুরের থাকার সম্ভাবনাও প্রবল। যদিও সেই খবরে এখনও সিলমোহর পড়েনি। তবে এবার যা সামনে এল তা দেখে অবাক নেটপাড়া।
1 / 8
না, টাইগার থ্রি ছবি নয়, এবার টাইগার শ্রফে মজলেন দর্শকেরা। খবর প্রকাশ্যে এসেছিল আগেই, টাইগার থাকতে চলেছেন রোহিট শেট্টির আগামী পুলিশ সিরিজে।
2 / 8
সিংঘম এগেইন ছবির শেষ দৃশ্যে তাক লাগানো স্টারকাস্ট। এবার সামনে এল পুলিশ বেশে টাইগার শ্রফের লুক, সুঠাম চেহারা, হটলুকে নেটপাড়ায় ঝড় তুললেন বাঘি স্টার।
3 / 8
টাইগার মানেই অ্যকাশন, টাইগার মানেই বোল্ড লুকে হট অবতার। আর সেই স্টারকে বহুদিন ধরেই পুলিশ সিরিজে দেখতে চেয়েছিলেন ভক্তরা। এবার সেই স্বপ্ন পূরণ পালা।
4 / 8
এবার পরিচালক রোহিত শেট্টির আগামী পুলিশ সিরিজ যে বেজায় তাক লাগাতে তলেছে তা বলাই বাহুল্য। কারণ একটাই রোহিত শেট্টির এই সিরিজে থাকছেন একগুচ্ছ স্টার।
5 / 8
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে দীপিকা পাড়ুকোনের লুক। ঠিক তেমনই আবার থাকছেন অজয় দেবগণ, থাকছেন অক্ষয় কুমার, রণবীর সিং, টাইগার শ্রফেরা।
6 / 8
শোনা গিয়েছিল ছবিতে করিনা কাপুরের থাকার সম্ভাবনাও প্রবল। যদিও সেই খবরে এখনও সিলমোহর পড়েনি। তবে এবার যা সামনে এল তা দেখে অবাক নেটপাড়া।
7 / 8
হট অবতারে এ কোন টাইগার! বরাবরই দর্শকেরা তাঁকে অ্যাকশন দৃশ্যেই পছন্দ করে এসেছেন। তাই এবারও যে ব্যতিক্রম হবে না, বলাই বাহুল্য।
8 / 8
অন্যদিকে টাইগার শ্রফের আগামী ছবি গণপত নিয়েও এখন চর্চা তুঙ্গে। সেখানেও অ্যাকশন স্টার ভাইরাল। এখন দেখার পুলিশ সিরিজে কতটা নজর কাড়তে পারেন তিনি।