একটিই ছবি প্রযোজনা করেছিলেন অভিনেতা জ্যাকি শ্রফ এবং স্ত্রী আয়েশা শ্রফ। কিন্তু ওই একটি ছবির কারণে রাতারাতি দেউলিয়া হয়ে যেতে হয়েছিল ওই সেলেব কাপলকে। নিজেদের বাড়ি বিক্রি করতে হয়েছিল। শিফট করতে হয়েছিল তুলনামূলক ছোট একটি বাড়িতে। সে সময় ছেলে টাইগার এবং মেয়ে কৃষ্ণা যদিও খুবই ছোট।
ছবির নাম ‘বুম’। আদপে ডার্ক কমেডি ওই ছবি মুক্তি পেয়েছিল ২০০৩ সালে। খাতায় কলমে ছবির প্রযোজক ছিলেন আয়েশা শ্রফ। ওই ছবি দিয়ে বলিডেবিউ করেছিলেন ক্যাটরিনা। কিন্তু বক্স অফিসে ছবিটি মুখ থুবড়ে পড়ে। বিরাট অঙ্কের ক্ষতি হয় শ্রফ পরিবারের। জ্যাকি শ্রফের কথায়, “আমরা চেষ্টা করেছিলাম। আমরা হেরে গিয়েছিলাম। ব্যবসায় এটা হয়। কিন্তু স্বচ্ছতা রাখা খুব জরুরি।” জ্যাকি আরও জানান, ছেলে টাইগার যখন বলিউডে প্রতিষ্ঠিত হয় তখন ছোটবেলায় বাধ্য হয়ে বেচে দেওয়া সেই বাড়ি তিনি কিনতে চেয়েছিলেন। যদিও আয়েশা আর রাজি হননি। তিনি বলেছিলেন, “যা গেছে তা যেতে দাও।” তবে মায়ের জন্য একটি বাড়ি কিনেছেন টাইগার। তাতে রয়েছেন আটটি বেডরুম।
আরও পড়ুন: শ্রীময়ী গাড়ির দরজা আটকাল, আমার বাচ্চাটা তখন কাটা ছাগলের মতো ভয়ে কাঁপছে: পিঙ্কি
জ্যাকি শ্রফের কথায়, “দুই ছেলেমেয়েদের জন্য আমি গর্বিত।” দিশার সঙ্গে ছেলের প্রেম নিয়েও মুখ খুলেছেন তিনি। বলেছেন, “২৫ বছর থেকে ডেট করতে শুরু করে টাইগার। ওঁরা দুজনেই ভীষণ ভাল বন্ধু। ভবিষ্যতে ওরা কী করবে তা ওরাই জানে। আপাতত টাইগারের প্রথম ভালবাসা কাজ।”