হঠাৎ করেই জমজমাট ব্যারাকপুর। হবে নাই বা কেন? জাহ্নবী কাপুর আসার খবর যে পৌঁছে গিয়েছিল সকলের কাছেই। ছুটির দিনে নির্ধারিত সময়েই সেখানে পৌঁছে যান জাহ্নবী। এক জুয়েলারি সংস্থার মুখ তিনি। তাদেরই আমন্ত্রণে পৌঁছে গিয়েছিলেন জাহ্নবী। অভিনেত্রীর জন্য ব্যবস্থা করা হয়েছিল কড়া নিরাপত্তার। গোলাপি রঙের শাড়ি পরে অনুষ্ঠানে হাজির হন জাহ্নবী। এখানেই শেষ নয়, পরেছিলেন মানানসই গয়নাও। অনুষ্ঠানে যোগ দিয়ে গয়না নিয়ে ভালবাসার কথাও শেয়ার করতে ভুললেন না শ্রীদেবী কন্যা। একই সঙ্গে পা মেলালেন তাঁর গান ‘নদিয়া পার’-এর সঙ্গেও। উৎসুক জনতার দিকে তাকিয়ে হাল্কা হাসি দিতেও ভুল হয় না তাঁর। সব মিলিয়ে কয়েক মুহূর্তেই জমিয়ে দেন ইভেন্ট।
এই মুহূর্তে বলিউডে প্রথম সারির অভিনেত্রী জাহ্নবী কাপুর। ‘ধড়ক’ ছবির মধ্যে দিয়ে ডেবিউ হয় তাঁর। প্রথম ছবিই হিট হয়েছিল। বিপরীতে ছিলেন ঈশান খট্টর। প্রথম ছবি জুড়ে ছিল কলকাতা। বেশ অনেকটা সময় ধরে এই শহরে শুট করেছিলেন তিনি। শুট করেছিলেন ভিক্টোরিয়ার সামনে, রেড রোডে। আবারও ফিরে ভালই লাগছে, জানালেন নায়িকা। এই মুহূর্তে হাতেও বেশ কিছু ছবির কাজ রয়েছে তাঁর। সব মিলিয়ে রয়েছে ভরপুর ব্যস্ততা।