রণবীর কাপুর। সদ্য একবছর হয়েছে তিনি বাবা হয়েছেন। রাহা এসেছে আলিয়া ভাটের কোল আলো করে, সকলের নজরের কেন্দ্রে এখন তাই একটাই নাম, রাহা ছাড়া কাপুর পরিবার ও ভাট পরিবার এখন যেন কিছুই বুঝতে পারেন না। যে রণবীর কাপুরকে একটা সময় আলিয়া ভাটের বাবা মহেশ ভাট ‘লেডিস ম্যান’ বলতে দ্বিধাবোধ করেননি, এবার সেই মহেশ ভাটই জানিয়ে দিলেন অন্য অন্দরমহলের কাহিনি। রণবীর কাপুর স্বামী বা প্রেমিক হিসেবে কেমন, তা নিয়ে একাধিকবার মুখ খুলেছেন আলিয়া ভাট। তবে বাবা রণবীর কেমন? তা এবার খোলসা করে দিলেন মহেশ ভাট, জানিয়ে দিলেন রণবীর গোটা বিশ্বের সেরা বাবা। মহেশের মন্তব্য শুনে রীতিমত আবেগঘন হয়ে পড়েন রণবীর কাপুর। তবে কেবল মহেশ ভাট নন, রাহাকে রণবীরের ঠিক কতটা চোখে হারায়, তার প্রমাণ একাধিকবার তিনি নিজেই দিয়েছেন। তবে মহেশ ভাট যে কেবল মুখেই বললেন, এমনটা নয়, পাশাপাশি তিনি আরও বলেন, তাঁর মেয়ে অর্থাৎ আলিয়া ভাটের থেকেও ভাল শিশু সামলাতে পারেন রণবীর। রাহার পরিচর্যার ক্ষেত্রে আলিয়া থেকেও বেশি সচেতন সক্রিয় রণবীর।
উল্টোদিকে সন্তান হিসেবে রাহা কেমন, সেই সম্পর্কে খোলসা করেছেন কাপুর পরিবারের পুত্র। বললেন, “আমার মেয়ে তো এখন চোখ টিপতে শিখেছে। ও সকলকে ফ্লাইং কিসও দেয়।” ১ ডিসেম্বর মুক্তি পাবে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’ ছবিটি। ছবিতে বাবা এবং ছেলের সম্পর্ককে তুলে ধরা হয়েছে। দক্ষিণ ভারতের পরিচালক সন্দীপ রেড্ডি ভার্গার পরিচালনায় তৈরি হয়েছে এই ছবি, যিনি পূর্বে পরিচালনা করেছিলেন ‘কবীর সিং’ এবং ‘অর্জুন রেড্ডি’র মতো ছবি। যেখানে তিনি পুরুষদের কঠোর রূপকে তুলে ধরেছিলেন পর্দায়। এই ছবিও ব্যতিক্রমী নয় সেই অর্থে। বরং ছবিতে নায়কের মধ্যে তুমুল হিংসাত্মক দিককেই দেখতে পাবেন দর্শক। এখন রণবীর ভক্তরা তাই অ্যানিম্যাল মুক্তির অপেক্ষায় দিনগুনছেন।