Jawan: ‘ছোটটাও বুঝুক ওর বাবা সুপারস্টার…’, ছলছল চোখে ঘুরে দাঁড়ানোর গল্প শোনালেন ‘কিং’

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 16, 2023 | 2:12 PM

SRK: ২০১৩ সালে সারোগেসির মাধ্যমে জন্ম হয় শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম খানের। আব্রামের বোধশক্তি বিকশিত হওয়ার পর থেকে শাহরুখের কোনও ছবিই বক্স অফিসে সে ভাবে হিট হয়নি। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'জিরো' তো বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

Jawan: ছোটটাও বুঝুক ওর বাবা সুপারস্টার..., ছলছল চোখে ঘুরে দাঁড়ানোর গল্প শোনালেন কিং
ঘুরে দাঁড়ানোর গল্প শোনালেন 'কিং'

Follow Us

২০১৩ সালে সারোগেসির মাধ্যমে জন্ম হয় শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম খানের। আব্রামের বোধশক্তি বিকশিত হওয়ার পর থেকে শাহরুখের কোনও ছবিই বক্স অফিসে সে ভাবে হিট হয়নি। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘জিরো’ তো বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এর পর প্রায় তিন বছর বাড়িতে বসেছিলেন শাহরুখ। যে মুহূর্তে তামাম বলিউড ভেবেছিল তিনি ‘ফিনিশড’, ফিনিক্স পাখীর মতো শাহরুখ জ্বলে উঠেছিলেন। চলতি বছরের প্রথম মাসে বক্স অফিসে মুক্তি পায় ‘পাঠান’, বাকিটা ইতিহাস। আর সাম্প্রতিক ‘জওয়ান’ দেখিয়ে দিয়েছে, তারকার মৃত্যু হয় না!

কিন্তু মাঝের এই চারটে বছর মোটেও সহজ ছিল না তাঁর কাছে। মিডিয়া ট্রায়াল থেকে শুরু করে ভক্তদের দীর্ঘশ্বাস… এ সবের মাঝে ধ্বস্ত হতে হতে যে মুহূর্তে রাজা ভেবেছিলেন সাম্রাজ্য গুটিয়ে বনবাসে যাবেন, বড় ছেলে আরিয়ান খান পাশে দাঁড়িয়েছিলেন তাঁর। ‘জওয়ান’-এর সাকসেস পার্টিতে সে কথা বলতে গিয়েই চোখের কোন ভিজে উঠল সম্রাটেরও। শাহরুখের কথায়, “আমি খুব নার্ভাস ছিলাম জানেন, এতদিন ধরে কোনও কাজ করিনি। সেটে তিন বছর পর ফেরা আমার জন্যও বেশ চ্যালেঞ্জিং ছিল। অদ্ভুত লাগছিল। আমার বড় ছেলে বলে, ‘যখন বড় হচ্ছিলাম, আমরা বুঝেছিলাম স্টারডম কী! কারণ তোমার ছবিগুলি সুপারহিট হয়েছিল। সুহানাও বুঝেছে। আঁচ পেয়েছে তোমার স্টারডমের। কিন্তু ছোটটা মানে আমাদের আব্রাম ও শুধু শুনেই এসেছে ওর বাবা অনেক বড় স্টার। কিন্তু অনুভব করতে পারেনি। তাই পরের পাঁচটা ছবি, মন দিয়ে করো বাবা। বাতাসে ভেসে আসবে তোমার স্টারডমের গন্ধ। সেই গন্ধই প্রাণ ভরে নিক আব্রাম। তোমায় ভালবাসুক আরও, তোমার প্রতি শ্রদ্ধা বাড়ুক আরও।”

বড় ছেলের ওই কথার পর আর হতাশ হবার অবকাশই দেননি নিজেকে। ঘুরে দাঁড়িয়েছিলেন তিনি। সিম্বাকে প্রমাণ দেওয়ার জন্য মুফাসা লেগে পড়েছিলেন কোমর বেঁধে। ফলাফল, ‘পাঠান’, ‘জওয়ান’। সাম্রাজ্য ফিরে পেয়ে রাজার চোখে মুখেও তৃপ্তির ছোঁয়া, আর আব্রাম? সে সবটা দেখছে তো?

Next Article