Shahrukh Khan: কবে মুক্তি পাচ্ছে ‘ডাঙ্কি’? ‘জওয়ান’ জ্বরের মধ্যেই মুখ খুললেন শাহরুখ

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 16, 2023 | 2:27 PM

Jawan: কানাডা/মার্কিন যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে বসবাসকারী ভারতীয়দের নিয়ে এই ছবির চিত্রনাট্য। ছবির মুক্তিকে কেন্দ্র করে অনেকদিন থেকে আলোচনা চলছে শাহরুখ এবং রাজকুমারের মধ্যে।

Shahrukh Khan: কবে মুক্তি পাচ্ছে ডাঙ্কি? জওয়ান জ্বরের মধ্যেই মুখ খুললেন শাহরুখ

Follow Us

‘জওয়ান’ জ্বরে গোটা দেশ, তথা বিদেশ। সারা বিশ্বে দারুণ সাড়া ফেলেছে এই ছবি। ‘জওয়ান’ শাহরুখ খান অভিনয় করেছেন দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমারের ছবিতে। ‘পাঠান’ মুক্তি পায় বছরের শুরুতেই। তারপর মুক্তি পায় ‘জওয়ান’। ছবির সাফল্যের মধ্যেই জানা গেল, শাহরুখ খানের পরবর্তী ছবি ‘ডাঙ্কি’র মুক্তির তারিখ। রাজকুমার হিরানী পরিচালনা করেছেন এই ছবির। অনেকদিন থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছে ‘ডাঙ্কি’। উল্লেখ্য, শাহরুখ এবং রাজকুমারের এটিই প্রথম ছবি। কানাডা/মার্কিন যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে বসবাসকারী ভারতীয়দের নিয়ে এই ছবির চিত্রনাট্য। ছবির মুক্তিকে কেন্দ্র করে অনেকদিন থেকে আলোচনা চলছে শাহরুখ এবং রাজকুমারের মধ্যে।

একই বছরে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের তিনটি বড় বাজেটের ছবি। এমনটা আগে কখনও ঘটেনি কিং খানের কেরিয়ারে। চার বছর আগে বক্সঅফিসে ‘জ়িরো’ মুখ থুবড়ে পড়ার পর সিনেমা বানানোই ছেড়ে দিয়েছিলেন শাহরুখ। চার বছর কোনও ছবি মুক্তি পায়নি তাঁর। বিরতি নিয়েছিলেন। ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’র মতো ছবিতে মন বসিয়েছিলেন। কিন্তু একই বছরে তিনটি এসআরকে ছবি মুক্তি পাবে, বিষয়টি নিয়ে বারবারই কথাবার্তা চালাচ্ছিলেন শাহরুখ এবং রাজকুমার। একটা সময় ঠিক হয়েছিল ছবি মুক্তি পিছিয়ে দেওয়া হবে। কিন্তু না। অনেকগুলি বৈঠকের পর সিদ্ধান্ত হয়, ২০২৩ সালের শেষেই মুক্তি পাবে ‘ডাঙ্কি’।

শাহরুখ খান বলেছেন, “ঈশ্বর করুণা করেছেন। আমরা ‘পাঠান’ পেয়েছি। ঈশ্বরের আরও করুণায় ‘জওয়ান’ও পেলাম। এ বছর ২৬ জানুয়ারি শুরু করেছিলাম ‘পাঠান’-এর মুক্তি দিয়ে। সেদিন ছিল প্রজাতন্ত্র দিবস। ভগবান শ্রীকৃষ্ণর জন্মদিনে মুক্তি পেল ‘জওয়ান’। বড়দিন এবং নতুন বছরের সময়টা আছে। সেই সময় মুক্তি পাবে ‘ডাঙ্কি’। সম্ভবত, ঈদে মুক্তি পাবে এই ছবি।”

শাহরুখ মনে করেন, ছবির জন্য আগের চেয়ে আরও বেশি পরিশ্রম করেন তিনি। তিনি আরও বেশি পরিশ্রম করতে চান। জীবনের সবচেয়ে সুখের সময়ে রয়েছেন শাহরুখ। তাঁর ছবি দর্শকের এত ভাল লেগেছে দেখে মন ভরে গিয়েছে কিং খানের।

‘ডাঙ্কি’ সম্পর্কে অনেক আগেই অনেক কিছু খোলসা করেছিলেন শাহরুখ। জানিয়েছিলেন, সেটি একটি হাস্যরসে ভরপুর ছবি। যেমন আনন্দ মানুষ আগেও পেয়েছেন রাজকুমার হিরানীর ছবি দেখে। বিদেশ থেকে নিজের দেশে ফেরার গল্প নিয়ে তৈরি ছবির চিত্রনাট্য।

Next Article