Jawan Release Live: ‘জওয়ান’ উৎসব, ভিড় ঠেকাতে বাউন্সার বসল এক গ্রামের প্রেক্ষাগৃহের দরজায়

| Edited By: | Updated on: Sep 07, 2023 | 4:25 PM

Jawan Release and Review Live Updates: 'পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত...' কিং যেন মনে-মনে এই সংলাপই আওড়েছিলেন। এবার 'জওয়ান' ঝড়ের সামনে তাই 'পাঠান'ও যেন নস্যি।

Jawan Release Live: 'জওয়ান' উৎসব, ভিড় ঠেকাতে বাউন্সার বসল এক গ্রামের প্রেক্ষাগৃহের দরজায়

‘নাম তো সুনা হি হোগা’… শাহরুখ খান—সিঙ্গল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স, দর্শক ধরে রাখতে তিনি সিদ্ধহস্ত। ফ্লপ-হিটের রোলারকোস্টারে একাধিক বার রাইড করে এভাবেও ফিরে আসা যায়? ‘পাঠান’, সেটাই যেন দর্শক মনে জানান দিয়ে গিয়েছিল বছরের শুরুতে। তবে না, ‘পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত…’ কিং যেন মনে-মনে এই সংলাপই আওড়েছিলেন। এবার ‘জওয়ান’ ঝড়ের সামনে তাই ‘পাঠান’ও যেন নস্যি। ছবি মুক্তি পাওয়ার আগেই ৫০ কোটি ঘটে তুলেছেন ৫৭ বয়সের ‘জওয়ান’ স্টার। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গোটা দেশ জুড়ে প্রথম শো। দর্শক মহলের প্রতিক্রিয়া থেকে শুরু করে সেলেবদের পোস্ট, ছবির আয় থেকে শুরু করে ফ্যান ক্লাবের সেলিব্রেশন, ‘জওয়ান’ ছবির যাবতীয় আপডেটের জন্য নজর রাখুন TV 9 বাংলা ডিজিটালের লাইভ ব্লগে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 07 Sep 2023 03:00 PM (IST)

    প্রিয়িমার থেকে ভাইরাল শাহরুখের ছবি

    মধ্যরাতে ‘জওয়ান’-এর প্রিমিয়ারে হাজির শাহরুখ খান। এবার ভাইরাল হল অন্দরমহলের ছবি। কালো শার্টে হাসি মুখে পোজ় দিলেন ‘জওয়ান’ কিং।

  • 07 Sep 2023 02:20 PM (IST)

    পাইরেসির শিকার ‘জওয়ান’

    না আটকানো গেল না। কেন্দ্রের কড়া নিয়মকেও তোয়াক্কা না করে মুক্তির কয়েক ঘণ্টা পরেই অনলাইনে ফাঁস হয়ে গেল ‘জওয়ান’। বহু অনলাইন প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে এই ছবির হলপ্রিন্ট ভার্সন।

  • 07 Sep 2023 02:00 PM (IST)

    বিদেশের মাটিতেও ‘জওয়ান’ ধামাকা

    গোটা বিশ্বে একযোগে মুক্তি পেল ‘জওয়ান’ ছবি। USA-তে প্রথম দিনেই ৫ কোটি টাকা ঘরে তুলল এই ছবি।

  • 07 Sep 2023 01:40 PM (IST)

    দুবাই জুড়ে ‘জওয়ান’ পোস্টার

    ছবি মুক্তির আগেই দুবাই সফরে গিয়েছিলেন শাহরুখ খান। সেখান থেকেই মুক্তি পেয়েছিল ছবির ট্রেলার। এবার ছবি মুক্তির দিন দুবাইয়ের বিভিন্ন চত্বরে ডিজিচাল পোস্টার ভাইরাল।

  • 07 Sep 2023 01:20 PM (IST)

    পর্দায় ২০ মিনিটের দীপিকা

    ‘জওয়ান’ মুক্তি পাওয়ার পর থেকেই একের পর এক তথ্য ছবি থেকে ভাইরাল হয়ে চলেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবার দীপিকা পাড়ুকোনের আপডেট। পর্দায় ২০ মিনিট তাঁর রোল। তাতেই নাকি ঝড় তুললেন অভিনেত্রী।

  • 07 Sep 2023 01:04 PM (IST)

    বিজয়-শাহরুখ এক ফ্রেমে

    সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল একটা ফ্রেম। যেখানে বিজয় সেতুপতী ও শাহরুখ খানকে এক ফ্রেমে দেখা যায়। নেটিজ়েনদের মতে এটা দর্শকদের জন্য একটা চমক, ট্রিট।

  • 07 Sep 2023 12:45 PM (IST)

    প্রথম দিনে বক্স অফিস সম্ভাবনা

    শোনা গিয়েছিল প্রথম দিন এই ছবি ঘরে তুলতে পারে ১০০ কোটি, তবে ছবি মুক্তিতে শোনা যাচ্ছে জওয়ান ৭৩ কোটির কাছাকাছি আয় করতে পারে প্রথম দিনে। যদিও এই অঙ্কও নেহাতই কম নয়।

  • 07 Sep 2023 12:30 PM (IST)

    সিনেমাহলে ভিড় ঠেকাতে বাউন্সার

    শাহরুখ জ্বরে কাবু শহর থেকে গ্রাম। গ্রামের সিঙ্গল স্ক্রিনে নামাতে হল বাউন্সার। হাওড়ার ডোমজুড় বাণীশ্রী হলে ভিড় সামাল দিতে এবার বাউন্সারের ব্যবস্থা করা হল।

  • 07 Sep 2023 12:00 PM (IST)

    শাহরুখের প্রশংসায় কেআরকে

    এবার শাহরুখ খানের প্রশংসায় মুখ খুললেন কেআরকে। লিখলেন, ‘দারুণ অভিনয়। দীপিকা পাড়ুকোন ও নয়নতারা দু’জনেই ভীষণ ভাল করেছে’। যদিও শেষে লিখলেন, ছবি একবার দেখার মতো।

  • 07 Sep 2023 11:45 AM (IST)

    আবারও শাহরুখের পোস্ট, এবার গান

    ‘বেকরার হো গেয়ে অব তো আ হি যাইয়ে… ঘরওয়ালো কো ভি সাথ লে আইয়ে। আপকো হামারি কসম…।’ বাড়ির সকল সদস্যদের সঙ্গে নিয়ে ‘জওয়ান’ দেখার আর্জি জানালেন কিং খান গানে গানে।

  • 07 Sep 2023 11:30 AM (IST)

    দুধস্নান শাহরুখকে

    চেন্নাইয়ে এক সিনেমাহলে লাগানো বিশাল শাহরুখ খানের পোস্টারের মাথায় ঢালা হল লিটার লিটার দুধ। প্রিয় অভিনেতাকে এদিন দুধস্নান করালেন ভক্তরা।

  • 07 Sep 2023 11:20 AM (IST)

    জয়পুরের ছবিটাও এক

    জয়পুরেও সকাল সকাল পথেঘাটে শাহরুখ ভক্তদের ভিড়। সকলেই রাস্তায় নেমে মেতে উঠলেন সেলিব্রেশনে। গোটা দেশ জুড়ে আজ যেন এক অন্য ছবি। ‘শাহরুখ খান বলেই সম্ভব’, মত নেটিজ়েনদের।

  • 07 Sep 2023 11:10 AM (IST)

    অক্ষয়কে টুকলেন শাহরুখ?

    নেটিজ়েনদের নজরে এবার অন্য ছবি। অক্ষয় কুমারের রাউডি রাঠোর-এর সংলাপ চুরি? স্টাইল চুরি? ‘জওয়ান’ ও ‘রাউডি’ রাঠোর দুই দৃশ্য পাশাপাশি রেখে ছবি ভাইরাল নেটপাড়ায়।

  • 07 Sep 2023 11:00 AM (IST)

    মাল্টিপ্লেক্সে এই দৃশ্য দেখেছেন?

    সিঙ্গল স্ক্রিন নয়, কলকাতার মাল্টিপ্লেক্সের এই ছবি। সাউথ সিটি IMAX-এ দেখা গেল এই দৃশ্য, যেখানে সিঙ্গল স্ক্রিনের উন্মাদনা মুহূর্তে ছড়িয়ে পড়ে।

  • 07 Sep 2023 10:40 AM (IST)

    ভক্তদের সঙ্গে ছবি দেখছেন অ্যাটলি

    সকাল সকাল স্ত্রীকে নিয়ে ‘জওয়ান’ দেখতে গিয়েছেন পরিচালক অ্যাটলি। ভক্তদের সঙ্গে বসেই দেখছেন ছবি।

  • 07 Sep 2023 10:20 AM (IST)

    শাহরুখের পোস্টার নিয়ে মুম্বইয়ের পথে মিছিল

    শাহরুখ খানের পোস্টার নিয়ে মুম্বইয়ের পথে ফ্যান ক্লাবের সদস্যরা। পলকে রঙিন হয়ে উঠল রাজপথ, সঙ্গে গান বাজনায় মেতে উঠলেন সকলে।

  • 07 Sep 2023 10:10 AM (IST)

    চেন্নাইয়ে অতীতে দেখা যায়নি এই ছবি

    চেন্নাইতে এর আগে কোনও বলিউড ছবি মুক্তিতে এভাবে সেলিব্রেশন দেখা যায়নি। ভোর থেকেই ভক্তদের ভিড়, ফাটল বাজি, বাদল ঢোল-নাগাড়া।

  • 07 Sep 2023 09:55 AM (IST)

    বাজি ফাটিয়ে ‘জওয়ান’ সেলিব্রেশন

    শাহরুখ খানের বিশাল পোস্টারের সামনে বাজি ফাটিয়ে সেলিব্রেশন। সঙ্গে চলল ভক্তদের নাচ। ফ্যান ক্লাবের উদ্যোগে এই আয়োজন।

  • 07 Sep 2023 09:45 AM (IST)

    ‘জওয়ান’-এর প্রথম শো দেখতে অ্যাটলি

    স্ত্রীকে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লেন ‘জওয়ান’ ছবির পরিচালক অ্যাটলি। গাড়ি থেকে শেয়ার করলেন ছবি। লিখলেন, ‘জওয়ান’ প্রথম শোয়ের পথে।

  • 07 Sep 2023 09:35 AM (IST)

    ফ্যানদের সঙ্গে গলা মিলিয়েছেন অ্যাসিড আক্রান্তরাও

    সিনেমার বাইরেও বলিউড বাদশা শাহরুখ খানের ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত হয়েছে কি খানের ফ্যানরা! শহরের সিঙ্গেলপ্লেক্সে তাই ফ্যানদের সঙ্গে গলা মিলিয়েছেন অ্যাসিড ভিক্টিমরাও। ‘জাওয়ান’ সিনেমার উদযাপনের পাশাপাশি উঠে এল এক অন্য ধরনের সেলিব্রেশনের ছবি।

  • 07 Sep 2023 09:25 AM (IST)

    ‘জওয়ান’ ওপেনিং-এ ভক্তদের মিছিল

    মধ্য রাতে নাগারা, ঢোল, নাচ সঙ্গে প্রিয় অভিনেতাকে প্রথম শোয়ে পর্দায় দেখার উচ্ছ্বাস। সব মিলিয়ে রাতভোর চলল আনন্দ উৎসব। দেখের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে এই ছবি।

  • 07 Sep 2023 09:15 AM (IST)

    ধর্মেন্দ্রকে ধন্যবাদ জানালেন শাহরুখ

    শাহরুখ খানের ছবি মুক্তির আগে তাঁকে শুভেচ্ছা জানান ধর্মেন্দ্র, শেয়ার করেন তাঁর ও শাহরুখের একটি ছবিও। পোস্ট দেখা মাত্রই শাহরুখ খান লিখলেন, ‘অনেক ভালবাসা স্যার। ধন্যবাদ, আমি আসব আলিঙ্গন করতে।’

  • 07 Sep 2023 09:02 AM (IST)

    রাত জাগলেন শাহরুখ খান

    রাত জাগলেন শাহরুখ, নিজেই বৃহস্পতিবার ভোর ৬টায় করলেন পোস্ট, ভক্তদের উল্লাস দেখে লিখলেন, ”তোমাদের অনেক ভালবাসা। আশা করব তোমরা আনন্দ পাবে। সারা রাত জেগে ছিলাম, তোমাদের প্রেক্ষাগৃহে যেতে দেখব বলে…।”

  • 07 Sep 2023 08:43 AM (IST)

    ‘জওয়ান’ স্ক্রিনিং-এ সুহানা

    YRF Studio-তে মধ্যরাতে পৌঁছে গেলেন শাহরুখ কন্যা সুহানা খান। প্রিমিয়ারে এদিন বলিউড সেলেবদের উপচে পড়া ভিড়।

  • 07 Sep 2023 08:41 AM (IST)

    মধ্যরাতের ‘জওয়ান’ স্ক্রিনিং-এ দীপিকা

    ‘জওয়ান’ স্ক্রিনিং-এর জন্য YRF studio-তে রাত সাড়ে বারোটায় পৌঁছে যান দীপিকা পাড়ুকোন। পাপারাৎজিদের ফ্রেমবন্দি হলেন সেলেব।

  • 07 Sep 2023 08:32 AM (IST)

    দিল্লিতে ‘হান্ডি’ সেলিব্রেশন

    মধ্যরাতে প্রেক্ষাগৃহের সামনে হান্ডি সেলিব্রেশন শাহরুখ ভক্তদের। ফ্যান ক্লাব থেকে একাধিক উদ্যোগ কিং খানের সাকসেস সেলিব্রেশনে। মুহূর্তে ভিডিয়ো ছড়িয়ে পড়ল নেটপাড়ায়।

  • 07 Sep 2023 08:29 AM (IST)

    ব়্যাপার রাজকুমারীর কেমন লাগল ‘জওয়ান’?

    ব়্যাপার রাজকুমারী দেখে ফেললেন ‘জওয়ান’। কেমন লাগল তাঁর শাহরুখ খানের ছবি? চোখে মুখে হাসি নিয়ে জানালেন, দারুণ। গান গেয়েও শোনাদের দর্শকদের।

  • 07 Sep 2023 08:23 AM (IST)

    সূর্যোদয়ের আগে বেঙ্গালুরুতে সেলিব্রেশন

    শো শুরু হওয়ার আগেই বেঙ্গালুরুতে ভক্তদের সেলিব্রেশন শুরু, বেঙ্গালুরুর এক প্রেক্ষাগৃহের সামনে ভোর হওয়ার আগেই ফ্যান ক্লাবের সদস্যদের উপচে পড়া ভিড়।

  • 07 Sep 2023 08:20 AM (IST)

    শাহরুখের তাল তাল মিলিয়ে ভক্তদের নাচ

    ‘জিন্দাবান্দা’ গানে প্রেক্ষাগৃহে ভক্তদের জমিয়ে নাচ। শাহরুখ খানের তালে তাল মিলিয়ে উচ্ছ্বাস ভক্তমনে, দেশ জুড়ে সকাল থেকেই ‘জওয়ান’ সেলিব্রেশন পালা।

  • 07 Sep 2023 08:13 AM (IST)

    প্রথম শোয়েই উল্লাস

    সপ্তাহের মাঝে সাত সকালের প্রায় সব শো-ই হাউসফুল। প্রেক্ষাগৃহে ভক্তদের উল্লাস, সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে একাধিক ভিডিয়ো।

  • 07 Sep 2023 08:09 AM (IST)

    রায়গঞ্জে শাহরুখ ভক্তদের ভিড়

    জওয়ান সিনেমার সকাল ৭ টার ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে রায়গঞ্জের মাল্টিপ্লেক্সে শাহরুখ ফ্যানেদের ভিড়। ভোর থেকেই জওয়ান দেখতে রায়গঞ্জ শহরের ও আশেপাশের শহর গ্রাম থেকে আসতে শুরু করেন দর্শকরা।

  • 07 Sep 2023 08:04 AM (IST)

    ‘জওয়ান’ টানে নীল-তৃণা

    ‘জওয়ান’ ছবির টানে প্রথম শোয়েই হাজির অভিনেত্রী তৃণা সাহা ও অভিনেতা নীল ভট্টাচার্য। শাহরুখের ছবি দেখতে রাত জাগা, কাকভোরে প্রেক্ষাগৃহে হাজির জুটি।

  • 07 Sep 2023 08:02 AM (IST)

    ৫টার শো হাউসফুল

    ভারতের বুকে প্রথম ‘জওয়ান’ শোয়ের সাক্ষী থাকল শহর কলকাতা। ভোর পাঁচটায় প্রেক্ষাগৃহ হাউসফুল। উপচে পড়া ভিড় ভোর সাড়ে চারটে থেকেই।

Published On - Sep 07,2023 8:00 AM

Follow Us: