SRK: ছেলেকে ‘ফাঁসিয়েছিলেন’ সমীর! ‘জওয়ান’-এর সংলাপে কি তাঁকেই খোঁচা শাহরুখের?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 01, 2023 | 9:32 AM

SRK: ছবি মুক্তির বাকি আর মাত্র কয়েক দিন, এখনও কেন আসছে না 'জওয়ান' ছবির ট্রেলার? এতদিন ধরে এই প্রশ্নেই ক্রমশ তোলপাড় হচ্ছিল সোশ্যাল মিডিয়া।

SRK: ছেলেকে ফাঁসিয়েছিলেন সমীর! জওয়ান-এর সংলাপে কি তাঁকেই খোঁচা শাহরুখের?
'জওয়ান'-এর সংলাপে কি তাঁকেই খোঁচা শাহরুখের?

Follow Us

 

ছবি মুক্তির বাকি আর মাত্র কয়েক দিন, এখনও কেন আসছে না ‘জওয়ান’ ছবির ট্রেলার? এতদিন ধরে এই প্রশ্নেই ক্রমশ তোলপাড় হচ্ছিল সোশ্যাল মিডিয়া। বৃহস্পতিবার অবশ্যে প্রকাশে এসেছে ছবির ট্রেলার। মারকাটারি অ্যাকশন, ফাইট সিকোয়েন্সে ভরা এই ছবির ঝলক ভাল লেগেছে দর্শকদের। তবে সংলাপ শুনে অনেকেরই মনে হয়েছে তা বুঝি শাহরুখ খানের ব্যক্তিগত জীবনেরই ঝলক। সুত্র জানাচ্ছে ‘জওয়ান’ আদপে এক বাবা-ছেলের সম্পর্কের কথা বলে। শাহরুখ এখানে রয়েছে দ্বৈত চরিত্রে।

বাবা-শাহরুখকে বলতে শোনা যায়, “বেটে কো হাত লগানে সে পহলে, বাপ সে বাত কর।” অনেকেই মনে করছেন এই সংলাপের সঙ্গে যোগ রয়েছে এনসিবির জোনাল অফিসার সমীর ওয়াংখেড়ের। মাদক মামলায় যিনি গ্রেফতার করেছিলেন শাহরুখ খান পুত্র আরিয়ান খানকে। তার পর জল গড়িয়েছে বহুদূর। আরিয়ান খানকে ইচ্ছাকৃতভাবে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছিল সমীরের বিরুদ্ধে। শাহরুখ পুত্রকে গ্রেফতার করে রাতারাতি ‘হিরো’ হয়ে ওঠা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধেও শাহরুখ খানের কাছ থেকে টাকা আদায় করার চেষ্টার অভিযোগও আনা হয়েছিল। এনসিবি থেকে সমীরকে বরখাস্ত করা হয়। ‘জওয়ান’এর সংলাপ শুনে তাই কোথাও গিয়ে আরিয়ান-শাহরুখ প্রসঙ্গই মনে পড়ছে দর্শকদের। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি, ছবি কতটা হিট হয়, এখন সেটাই দেখার।