Bolly Gossip: পরিচারিকাকে গালমন্দ করে বাড়িতেই ‘একঘরে’ হন ধর্মেন্দ্র! উচিৎ শিক্ষা দেন মা

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 31, 2023 | 9:22 PM

Dharmendra: একদিকে ধর্মেন্দ্র অভিনীত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ভালই পারফর্ম করেছে। অন্যদিকে সানি দেওল অভিনীত 'গদর ২' বক্স অফিসে প্রতিদিনই গড়ছে একের পর এক রেকর্ড।

1 / 8
একদিকে ধর্মেন্দ্র অভিনীত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ভালই পারফর্ম করেছে। অন্যদিকে সানি দেওল অভিনীত 'গদর ২' বক্স অফিসে প্রতিদিনই গড়ছে একের পর এক রেকর্ড।

একদিকে ধর্মেন্দ্র অভিনীত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ভালই পারফর্ম করেছে। অন্যদিকে সানি দেওল অভিনীত 'গদর ২' বক্স অফিসে প্রতিদিনই গড়ছে একের পর এক রেকর্ড।

2 / 8
সিনেমার নায়ক সানি দেওল তাঁর ঠাকুমার বড় ভক্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে পারিবারিক এক ঘটনার কথা তুলে ধরেছেন।

সিনেমার নায়ক সানি দেওল তাঁর ঠাকুমার বড় ভক্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে পারিবারিক এক ঘটনার কথা তুলে ধরেছেন।

3 / 8
জানিয়েছেন এক বার বাড়ির এক পরিচারিকার সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে কী সহ্য করতে হয়েছিল ধর্মেন্দ্রকে।

জানিয়েছেন এক বার বাড়ির এক পরিচারিকার সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে কী সহ্য করতে হয়েছিল ধর্মেন্দ্রকে।

4 / 8
 জানিয়েছেন সবটা জানতে পেরে, কী করেছিলেন অভিনেতার মা। ঘটনার কথা বলতে গিয়ে ধর্মেন্দ্র বলেন, "আমি আমার ঠাকুমর খুব কাছের ছিলাম। আমার উপর তাঁর বিস্তর প্রভাব ছিল।"

জানিয়েছেন সবটা জানতে পেরে, কী করেছিলেন অভিনেতার মা। ঘটনার কথা বলতে গিয়ে ধর্মেন্দ্র বলেন, "আমি আমার ঠাকুমর খুব কাছের ছিলাম। আমার উপর তাঁর বিস্তর প্রভাব ছিল।"

5 / 8
তিনি যোগ করেন, "মনে আছে বাবা একবার এক পরিচারিকাকে অপমান করেছিলেন। রেগে গিয়েছিলেন বাবা। বিজি (ঠাকুমা) সেটা জানতে পারেন। তিনিও রেগে যান, তবে পরিচারিকার উপরে নয়, বাবার উপরে।"

তিনি যোগ করেন, "মনে আছে বাবা একবার এক পরিচারিকাকে অপমান করেছিলেন। রেগে গিয়েছিলেন বাবা। বিজি (ঠাকুমা) সেটা জানতে পারেন। তিনিও রেগে যান, তবে পরিচারিকার উপরে নয়, বাবার উপরে।"

6 / 8
সানি জানান, এরপর ওই পরিচারিকাকে ডেকে তাঁকে দিয়ে ধর্মেন্দ্রকে পাল্টা অপমান করার অভিনেতার মা।

সানি জানান, এরপর ওই পরিচারিকাকে ডেকে তাঁকে দিয়ে ধর্মেন্দ্রকে পাল্টা অপমান করার অভিনেতার মা।

7 / 8
এরকমই একটা পরিবারে বড় হয়ে উঠেছেন তিনি। জানিয়েছেন, বাবার কাছে মাত্র একবারই মার খেয়েছিলেন তিনি।

এরকমই একটা পরিবারে বড় হয়ে উঠেছেন তিনি। জানিয়েছেন, বাবার কাছে মাত্র একবারই মার খেয়েছিলেন তিনি।

8 / 8
সেই মারের জোর এতটাই ছিল যে গালে তিন আঙুলের দাগ বসে গিয়েছিল তাঁর। ঠাকুমা যদিও এ ক্ষেত্রে পক্ষ নিয়েছিলেন সানিরই।

সেই মারের জোর এতটাই ছিল যে গালে তিন আঙুলের দাগ বসে গিয়েছিল তাঁর। ঠাকুমা যদিও এ ক্ষেত্রে পক্ষ নিয়েছিলেন সানিরই।

Next Photo Gallery