নাতনি নভ্যা নভেলি নন্দার সঙ্গে পডকাস্ট শুরু করেছেন জয়া বচ্চন। সেখানেই জীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করছেন অভিনেত্রী। এবার নাতনি নভ্যা ও মেয়ে শ্বেতা বচ্চনকে একটি প্রশ্ন ছুড়ে দিলেন তিনি। জিজ্ঞাসা করলেন, “তোমাদের দুজনের কাছেই জানতে চাই, কেন ভারতীয় মহিলারা আজকাল বেশি ওয়েস্টার্ন পোশাক পরে?” নভ্যা জানালেন, এ ব্যাপারে তিনি জানেন না। তবে মুখ খুলেছেন শ্বেতা। তাঁর কথায়, “আমার মনে হয় ওয়েস্টার্ন পোশাকে হাঁটাচলা করতে সুবিধে হয়। এখন অনেক মেয়েরাই আর বাড়িতে বসে থাকেন না। তাঁরা বাইরে যাচ্ছেন। চাকরি পাচ্ছেন। তাই শাড়ির থেকেও প্যান্ট ও টি-শার্টে অনেক বেশি সুবিধে।”
যদিও জয়া বচ্চন ব্যাপারটিকে অন্য ভাবে দেখছেন। তিনি মনে করেছেন পুরুষের সমান প্রমাণ করতেই পুরুষের পোশাককে বেছে নিচ্ছেন নারীরা। তাঁর কথায়, “আমার মনে হয় ওয়েস্টার্ন পোশাক একজন নারীকে ম্যানপাওয়ার দেয়। কিন্তু আমি চাই একজন নারী নারীশক্তিতেই সমৃদ্ধ হোক। আমি বলছি না যে সব সময় শাড়িই পরা উচিৎ। তবে জেনে রাখা ভাল, বিদেশেও কিন্তু এক সময় নারীরা প্যান্ট শার্ট না পরে ড্রেস পরত।”
শ্বেতা যোগ করেন, “হ্যাঁ, শিল্প বিল্পবের সময় যখন সব পুরুষ যুদ্ধে গিয়েছিল, তখন মহিলারা কল কারখানায় কাজ শুরু করেন। সেই কারণে তাঁরা প্যান্ট পরতে বাধ্য হন। কারণ অন্য কোনও পোশাক পরে তো আর ওই মেশিনগুলো সরানো যাবে না।” প্রসঙ্গত, নাতনির ওই পডকাস্টে নিজের জীবনের নানা গোপন কথা একের পর এক শেয়ার করে যাচ্ছেন জয়া। এই বছরে একগুচ্ছ কাজ রয়েছে তাঁর। করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে দেখা যাবে তাঁকে। ছবিতে তিনি ছাড়াও রয়েছেন, আলিয়া ভাট ও রণবীর সিং।