Kabir Singh 2: ‘প্রীতিইইইইই…’, শত্রুর মুখে ছাই দিয়ে ফিরছে কবীর সিং

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

May 27, 2022 | 9:27 AM

Kabir Singh 2: বক্স অফিসে হয়েছিল ব্যাপক লক্ষ্মীলাভ। কেউ মদ্যপ ডাক্তার কবীরকে আখ্যা দিয়েছিলেন সাচ্চা প্রেমিক হিসেবে আবার কেউ বা বয়ফ্রেন্ড চেয়েছিলেন তাঁর মতোই।

Kabir Singh 2: প্রীতিইইইইই..., শত্রুর মুখে ছাই দিয়ে ফিরছে কবীর সিং
শত্রুর মুখে ছাই দিয়ে ফিরছে কবীর সিং

Follow Us

 

কেউ বলেছিলেন ‘টক্সিক’ সম্পর্ক আবার কারও মতে কবীর সিং আদপেই সম্পর্কের নামে ‘কলঙ্ক’। তবু বক্স অফিসে হয়েছিল ব্যাপক লক্ষ্মীলাভ। কেউ মদ্যপ ডাক্তার কবীরকে আখ্যা দিয়েছিলেন সাচ্চা প্রেমিক হিসেবে আবার কেউ বা বয়ফ্রেন্ড চেয়েছিলেন তাঁর মতোই। অন্যদিকে শাহিদ কাপুরেরও বাজারদর বেড়ে গিয়েছিল এক ধাক্কায় অনেকটাই। ভাল-খারাপ কবীর সিংকে আপনার যাই লেগে থাকুক না কেন, সে আবার ফিরছে, বলিসূত্রে ইঙ্গিত তেমনটাই।

ওই ছবির প্রযোজক টি-সিরিজ। সেই টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমারই সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, “কবীর সিংকে ফ্র্যাঞ্চাইজি হিসেবে নিয়ে আসার কথা আমরা ভাবছি। এটি একটি আইকনিক চরিত্র। তাই এর দ্বিতীয় পর্ব হতেই পারে।” এখানেই কিন্তু চমকের শেষ নয়, ইঙ্গিত মিলেছে ভুলভুলাইয়া ৩-এরও। ওই ছবিরও প্রযোজক তিনি। তাঁর কথায়, “সঠিক সময়ে সঠিক খবর নিশ্চয়ই জানাব আপনাদের”। কবীর সিং হিসেবে দর্শক পেয়েছিল শাহিদ কাপুরকে। অন্যদিকে ভুলভুলাইয়া ২-এ দেখা গিয়েছে কার্তিক আরিয়ানকে। সিকুয়ালে ওই দুইজনই থাকবেন কিনা তা অবশ্য এখনই জানাতে চাননি প্রযোজক।

আনিশ বাজমি পরিচালিত ভুলভুলাইয়া ২ মুক্তির পর থেকেই রমরমিয়ে ব্যবসা করছে। এক সপ্তাহ পার হতে না হতেই প্রায় ১০০ কোটির কাছাকাছি পৌঁছে গিয়েছে তারা। অন্যদিকে ওই একই দিনে মুক্তি পাওয়া কঙ্গনা রানাওয়াতের ছবি ‘ধকড়’, ‘ভুলভুলাইয়া’ ঝড়েই কার্যত উড়ে গিয়েছে। আর এর ফলেই ভুলভুলাইয়া প্রযোজকের আশাও বেড়েছে বেশ কয়েক গুণ। আর সে কারণেই খুব শীঘ্রই সিকুয়ালের ভাবনাও চলছে বলে জানা গিয়েছে। ভুলভুলাইয়া ১-এ মুখ্য ভূমিকায় ছিলেন অক্ষয় কুমার। দুইয়ে বদলে গিয়েছে নায়ক। কবীর সিংয়ের ক্ষেত্রেও কি এমন কোনও চিন্তা ভাবনা রয়েছে প্রযোজকের? উত্তর দেবে সময়।

 

Next Article