নিজেকে দাবি করেন স্বঘোষিত চিত্র সমালোচক হিসেবে। সামাজিক মাধ্যমে অনুরাগীর সংখ্যা কম নয়, তাই রিভিউ দিলে রিচ খারাপ হয় না। বিতর্ক তাঁকে ঘিরে রাখে সর্বদা। তিনি কেআরকে। পুরো নাম কামাল আর খান। আবারও বিতর্ক। এ বার তাঁর বিরুদ্ধে অভিযোগ ভাল রিভিউ দেওয়ার নামে তিনি ব্ল্যাকম্যাল করে টাকা চেয়েছেন।
অভিযোগকারী রোহিত চৌধুরী। যিনি একাধারে ব্যবসায়ী এবং অভিনেতা। একটি কল রেকর্ডিং শেয়ার করেছেন তিনি। সেই কল রেকর্ডিংয়েই শোনা যাচ্ছে প্রযোজক অনিল শর্মার এক ছবি সম্পর্কে নেগেটিভ পাবলিসিটি না করার জন্য ২৫ লক্ষ টাকা চাইছেন কেআরকে। যদিও দামাদামিতে তা নেমে দাঁড়ায় পাঁচে। রোহিত সেই রেকর্ডিং শেয়ার করে লিখেছেন, “আজ আপনাদের সামনে এক বড় সত্যি নিয়ে আসব। ভারতীয় ফিল্ম জগতের সবচেয়ে বড় ব্ল্যাকমেলারকে আপনাদের সামনে হাজির করব। নেগেটিভ পাব্লিসিটি না করার জন্য যে টাকা চায়।”
আরও পড়ুন- অপ্রকৃতস্থ অবস্থায় মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা
Hello Friends, today I am sharing an audio recording as a revelation in front of you. In which I am talking to the biggest blackmailer of the Indian film industry who asks for money for not doing negative publicity of the film. #KRKBlackMailer #KRKKutta #RohitChoudhary pic.twitter.com/lzJIpTabTc
— ROHIT CHOUDHARY (@1rohitchoudhary) July 2, 2021
প্রসঙ্গত, তাপসী পান্নুর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘হাসিনা দিলরুবা’ নিয়েও সম্প্রতি কদর্য কমেন্ট করেছেন কেআরকে। ২ জুলাই তাপসী পান্নু অভিনীত ছবি ‘হসিন দিলরুবা’ রিলিজ হয় নেটফ্লিক্সে। কেআরকে এই বিষয়ে টুইট করে লেখেন, ‘অনেকে আমাকে হসিন দিলরুবা ছবিটি রিভিউ করতে বলছেন। সবার আগে, আমি জানি না এই ছবিটি কখন এবং কোথায় রিলিজ হয়েছে। দ্বিতীয়ত, আমি সি গ্রেড অভিনেতাদের সি গ্রেড ফিল্মের রিভিউ করি না কারণ আমি ডক্টার কেআরকে বিশ্বের এক নম্বর সমালোচক।”
গত মাসে কেআরকে বিদ্যা বালন অভিনীত অমিত মাসুরকারের ‘শেরেনি’-র রিভিউ করতে অস্বীকার করেন। তিনি বলেছিলেন যে রিভিউ করার অনুরোধে তিনি প্লাবিত তবে একটি ‘ছোট’ ফিল্ম বলে মনে করেছিলেন কামাল এবং তাঁর মনে হয়েছিল সময়ের অপচয়।