করিনা কাপুর খান এবং সইফ আলি খানের দ্বিতীয় সন্তানের নাম কী রাখা হয়েছে তা নিয়ে এত দিন ধরে চলছিল বিস্তর জল্পনা। সেলেব কাপলও জিইয়ে রেখেছিলেন সেই জল্পনা। অবশেষে ফাঁস হল তথ্য।
মুম্বইয়ের বেশ কিছু সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী দ্বিতীয় সন্তানকে সইফ-করিনা ডাকেন Jeh (জে) বলে। যদিও কেন এই নামকরণ, তা জানা যায়নি। হতে পারে তৈমুরের থেকে সে ছোট। পরিবারের সবচেয়ে কনিষ্ঠ সদস্য। তাই সেই সূত্রেই জে অর্থাৎ জুনিয়র এই হিসেবে ওই নাম রাখতে পারেন তাঁরা। তবে জানা যাচ্ছে, এ শুধুর খুদের ডাক নাম। তাঁর ভাল নাম কী রাখা হবে তা নিয়ে এখনও দোটানায় দম্পতি সহ গোটা পরিবার। ইতিমধ্যেই বেশ কিছু নাম প্রস্তাব করা হয়েছে। ভাবা হয়েছে দাদু মনসুরের নামে তার নাম রাখা যায় কিনা। যদিও জন্মের পাঁচ মাস কেটে গেলেও অফিসিয়াল নাম নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেননি তাঁরা। যদিও তৈমুরের ক্ষেত্রে ঘটেছিল ঠিক উল্টো। জন্মের এক সপ্তাহের মধ্যেই তাঁর নাম সর্বসমক্ষে জানিয়ে দিয়েছিলেন খান-কাপুর পরিবার। যদিও তৈমুর নাম নিয়েও হয়েছিল বিস্তর আলোচনা-সমালোচনা। তৈমুরের মতো অত্যাচারী এক শাসকের নামে কীভাবে নামকরণ করতে পারেন সন্তানের, তা নিয়ে সইফিনাকে প্রশ্ন তুলেছিলেন নেটিজেনদের একটা বড় অংশ।
এ বছরই ২১ ফেব্রুয়ারি রবিবার সকালে মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন বেবো। গত বছর অগস্টে যখন ভরা লকডাউন, তখনই সোশ্যাল মিডিয়ায় আবারও মা হওয়ার খবর শেয়ার করেছিলেন করিনা। তখন থেকেই শুরু হয়েছিল কাউন্টডাউন। প্রেগন্যান্ট অবস্থাতেও কাজ চালিয়ে গিয়েছেন করিনা। করেছেন আসন্ন ছবির শুটিং। করেছেন বিজ্ঞাপনী প্রচারও। করিনার প্রথম সন্তান তৈমুর জন্ম থেকেই পাপারাৎজিদের নজরে। দ্বিতীয় সন্তানকে ফ্ল্যাশলাইট থেকে দূরেই রাখতে চেয়েছিলেন তিনি, রেখেছেনও। এখনও পর্যন্ত ভক্তদের ছেলের মুখ দেখাননি তাঁরা।
আরও পড়ুন-পহেলগাঁও, সোনমার্গ…প্রেমিকাকে নিয়ে কাশ্মীর ভ্রমণ শ্রাবন্তীর ছেলের