Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kareena-Saif: দিওয়ালিতে জোড়া সেলিব্রেশন, বিদেশ থেকে ফিরেই প্রস্তুতি তুঙ্গে

Relationship: সকল উপদেশকে বুড়ো আঙুল দেখিয়ে বিয়ের পিঁড়িতে বসেছিলেন করিনা কাপুর ও সইফ। শোনা গিয়েছিল, ছোটবেলায় সারা আলি খানও বেশ উৎসাহী ছিলেন এই বিয়েকে নিয়ে।

Kareena-Saif: দিওয়ালিতে জোড়া সেলিব্রেশন, বিদেশ থেকে ফিরেই প্রস্তুতি তুঙ্গে
Follow Us:
| Edited By: | Updated on: Oct 13, 2022 | 10:30 AM

সদ্য লন্ডনে উড়ে গিয়েছিলেন করিনা কাপুর খান। তাঁর পরবর্তী ছবির শুটিং-এ। সঙ্গে ছিল ছোট ছেলে জেহ। তবে তৈমুরকে নিয়ে যেতে পারেননি তিনি। রেখে গিয়েছিলেন সইফের ভরসাতেই। এবার সবটা মেটানোর আগেই তড়িঘড়ি দেশে ফিরলেন করিনা কাপুর খান। কারণ একটাই আগামী সপ্তাহে ডবল সেলিব্রেশন। বিবাহিত জীবনের ১০ বছরের পূর্তি। সইফের সঙ্গে বিয়ে হয়েছিল করিনার ২০১২ সালে, সেই সূত্রেই পরিবারের সঙ্গে এই বিশেষ দিনটি বিশেষ করে তুলতে তিনি তড়িঘড়ি ফিরে এলেন। সঙ্গে দিওয়ালি তো রয়েছেই।

করিনা কাপুর খান ও সইফের সম্পর্কের সূত্রপাত ঘটে তশন ছবিতে শুটিং করার সময়। সেই ছবির সেটেই প্রথম একে অন্যের কাছাকাছি আসা। এরপর বাড়ে ঘনিষ্ঠতা। মাঝে শাহিদ কাপুরের সঙ্গে বিচ্ছেদ হওয়ায় সম্পর্কের গভীরতা বেড়ে যায় আরও। সব মিলিয়ে রীতিমত বিতর্ক সৃষ্টি হয়েছিল তখন সইফ ও করিনার সম্পর্ককে ঘিরে। খোদ করিনা কাপুরই জানিয়েছিলেন, তাঁর বাড়ি থেকে জানানো হয়েছিল, সইফ ডিভোর্স করেছেন, এমন ছেলেকে বিয়ে করলে কেরিয়ার শেষ হয়ে যায়। তবে তা যে ভুল প্রমাণিত হয়েছে ইতিমধ্যেই। করিনা কাপুর খান বলিউডে একের পর এক ভাল কাজ করে চলেছেন। যদিও তাঁর শেষ মুক্তি পাওয়া ছবি লাল সিং চাড্ডা সেভাবে বক্স অফিসে ভাল ফল করতে পারেনি।

তবে সে সকল উপদেশকে বুড়ো আঙুল দেখিয়ে বিয়ের পিঁড়িতে বসেছিলেন করিনা কাপুর ও সইফ। শোনা গিয়েছিল, ছোটবেলায় সারা আলি খানও বেশ উৎসাহী ছিলেন এই বিয়েকে নিয়ে। নিজেই মা অমৃতার কাছে জানতে চেয়েছিলেন তিনি এই অনুষ্ঠানে কী পরবেন। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খানিকটা দূরত্ব বাড়ে করিনা ও সারার। যদিও সইফ দুই পরিবারের মধ্যেই বেশ সুন্দর ব্যলন্স বজায় রাখার চেষ্টা করে চলেছেন। তবে এবার সপরিবারে সেলিব্রেশন হবে পাতৌদি পরিবারে। বিগ ইভেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে জুটি।