AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kartik Aryan: ‘বর্ডার ২’ ছবির প্রস্তাব কেন ফিরিয়েছেন কার্তিক আরিয়ান?

Border 2: ২০১৫ সাল থেকেই এই ছবি নিয়ে বলিউডে গুঞ্জন বর্তমান। মাঝেমধ্যেই শোনা গিয়েছিল এই ছবির গল্প তৈরি হচ্ছে মাল্টি স্টার কাস্ট নিয়ে। আর সেই একাধিক অভিনেতার তালিকায় ছিল কার্তিক আরিয়ানের নাম।

Kartik Aryan: 'বর্ডার ২' ছবির প্রস্তাব কেন ফিরিয়েছেন কার্তিক আরিয়ান?
| Edited By: | Updated on: Oct 05, 2023 | 11:36 AM
Share

একের পর সিক্যুয়েল ছবির প্রস্তাব গত দুই বছর ধরে পৌঁছে যাচ্ছে কার্তিক আরিয়ানের কাছে। সে ভুল ভুলাইয়া ৩ হোক কিংবা ফির হেরা ফেরি সিক্যুয়েল। কার্তিক আরিয়ানকে কটাক্ষ করে নেটিজেনদের এক শ্রেণি বলতে শুরু করেছিলেন, তিনি ‘সিক্যুয়েল স্টার’। তেমনই আরও এক ছবি প্রস্তাব চলে গিয়েছিল তাঁর কাছে, ছবির নাম ‘বর্ডার টু’। ‘গদর টু’ ছবি বক্স অফিসে ঝড় তোলার পর এই ছবি নিয়ে জল্পনা শুরু হয়েছে এমনটা নয়, ২০১৫ সাল থেকেই এই ছবি নিয়ে বলিউডে গুঞ্জন বর্তমান। মাঝেমধ্যেই শোনা গিয়েছিল এই ছবির গল্প তৈরি হচ্ছে মাল্টি স্টার কাস্ট নিয়ে। আর সেই একাধিক অভিনেতার তালিকায় ছিল কার্তিক আরিয়ানের নাম।

তবে কেন সেই ছবি করলেন না তিনি? যথা সময় তাঁর কাছে পৌঁছে গিয়েছিল। চিত্রনাট্য সবটা পড়ে তাঁর গল্প নাকি সেভাবে ভাল লাগেনি, সূত্রের খবর এমনই। শোনা গিয়েছিল ছবিতে থাকা এক গুরুত্বপূর্ণ চরিত্রের প্রস্তাব গিয়েছিল তাঁর কাছে। তবে কার্তিক নাকি সেই মুহূর্তে মাল্টি স্টার্কাস্ট ছবিতে অভিনয় করতে রাজি ছিলেন না। পাশাপাশি গল্প নাকি তা তেমন জোরালো না লাগায় তিনি এই ছবি প্রস্তাব গ্রহণ করেননি। পরিচালকের জিপি দত্তা ১৯৯৭ সালে তৈরি করেছিলেন বর্ডার ছবি। ভারত পাক সীমান্তে যুদ্ধ পরিস্থিতি নিয়ে তৈরি এই ছবি সেই সময় ঝড় তুলেছিল বক্স অফিসে।

ছবির প্রতিটা স্টার থেকে শুরু করে অভিনয় গল্প গান সবই মন ছুয়ে গিয়েছিল দর্শকদের। এবার সেই ছবিই চর্চায়। যদিও এই ছবিতে থাকা অন্যান্য চরিত্রের যাঁরা রয়েছেন, তাঁদের কাছে গল্প গ্রহণযোগ্যতা পেল কিনা, সে বিষয়ে এখনও কোনও খবর মেলেনি। কিংবা কার্তিক আরিয়ান ছাড়া অন্যান্য আর কোনও স্টারদের মাথায় রেখে এবারের গল্প তৈরি হয়েছিল, সে বিষয়েও আর কোনও খবর মেলেনি। গদর টু ছবি মুক্তি পাওয়ার পর শোনা গিয়েছিল বর্ডার টু ছবিতে নাকি থাকতে চলেছেন সানি দেওয়াল। বক্স অফিসে এখন যেন নয়া তুরুপের তাস সানি। সম্পতি তাঁকে নিয়ে ছবি ঘোষণা করলেন আমির খান। তাঁর গদর ২ ছবি ইতিমধ্যেই ভারতীয় বক্স অফিসে ঝড় তুলে তাক লাগিয়েছে।