Independence Day Celebration: ভারতীয় নেভিতে কার্তিক আরিয়ান, ভিকির পর সেনা ঘাঁটিতে রুহবাবার রুটি

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Aug 15, 2022 | 9:33 AM

Indian Navy: অক্ষয় কুমার থেকে শুরু করে সিদ্ধার্থ মালহোত্রা, ভিকি কৌশল প্রমুখেরা অতীতে গিয়েছেন কোনও না কোনও আর্মি ক্যাম্পে।

Independence Day Celebration: ভারতীয় নেভিতে কার্তিক আরিয়ান, ভিকির পর সেনা ঘাঁটিতে রুহবাবার রুটি

Follow Us

কার্তিক আরিয়ান প্রথম নন, অতীতে বহুস্টার সেনা ঘাটিতে গিয়ে একটি দিয়ে কাটিয়ে এসেছেন। চাক্ষুস করেছেন রিয়েল লাইফ হিরোদের নিত্যদিনের লড়াইয়ের প্রস্তুতির ছবিটা ঠিক কেমন। কীভাবে সারাদিন প্রশিক্ষণের মধ্যে দিয়ে নিয়ম মেনে কাটান তিনি। আর যেখানে থাকে না বিন্দুমাত্র বিনোদনের ছোঁয়া। আর সেই সুবাদেই মাঝে মধ্যে সেলেবরা পৌঁছে যায় তাঁদের দরজায়। একটা দিন একটু অন্যস্বাদে কাটানোর স্বাদ মেটাতে।

পর্দায় প্রতিটা মুহূর্তে যে স্টারেরা যোদ্ধার ভূমিকায় অভিনয় করে হাড়হীম করে তোলেন, আসল হিরোদের কাছ থেকে দেখলে অনুভুতিটা ঠিক কেমন হয়, প্রকৃত অর্থে তাঁদের লড়াইটা ঠিক কতটা কঠিন, সেই সকল গল্প শুনে নেওয়া। অক্ষয় কুমার থেকে শুরু করে সিদ্ধার্থ মালহোত্রা, ভিকি কৌশল প্রমুখেরা অতীতে গিয়েছেন কোনও না কোনও আর্মি ক্যাম্পে। এবার স্বাধীনতা দিবসের ৭৫তম দিবস সেলিব্রেশনে ভারতীয় নেভির ঘাঁটিতে  উপস্থিত হয়েছিলেন কার্তিক আরিয়ান।

সেখান থেকেই একগুচ্ছ ছবি শেয়ার করে নিলেন অভিনেতা। কখনও ভাঙরা, কখনও আবার গল্প, আড্ডা, এমনকি নিজে হাতে রুটি বানাতেও শিখলেন এখানে গিয়ে। অতীতে আর্মি ক্যাম্পে গিয়ে রুটি বানাতে দেখা গিয়েছিল ভিকি কৌশলকে। তবে কার্তিক এই বিষয় পারদর্শী নন বলেই আগে থেকেই স্বীকার করে নেন। নিজেই জানান, তিনি এখানে গিয়ে রুটি তৈরি করা শিখেছেন। পাশাপাশি পোজ় দিয়ে বন্দুক হাতে স্টানিং লুকে তুলেছেন একাধিক ছবি।

শিখেছেন কীভাবে চালাতে হয় বন্দুক। কীভাবে কাজ হয়, তার বেশকিছু ছোট ছোট মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন কার্তিক। বর্তমানে কার্তিক বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা। ঝড়ের গতিতে ভাইরাল তাঁর প্রতিটা আপডেট। আগামী মাস থেকেই শুরু হতে চলেছে তাঁর আগামী ছবি সত্যপ্রেম কি কথা-র শুটিং। তার মাঝে একটা গোটা দিন আর্মিদের সঙ্গে কাটিয়ে রিয়েল হিরোদের সম্মান জানালেন অভিনেতা।

Next Article