Katrina Pregnancy: জল্পনা নয়! সত্যি মা হতে চলেছেন ক্যাটরিনা? সলমনের বাড়ি থেকে বেরতেই ছবি ফাঁস

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 24, 2023 | 7:46 PM

Viral Video: ইতিমধ্যেই একাধিকবার মা হওয়ার খবর ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। কখনও কাঁর পোশাককে কেন্দ্র করে, কখনও আবার তাঁর লুককে কেন্দ্র করে উঠেছে জল্পনা তুঙ্গে।

Katrina Pregnancy: জল্পনা নয়! সত্যি মা হতে চলেছেন ক্যাটরিনা? সলমনের বাড়ি থেকে বেরতেই ছবি ফাঁস

Follow Us

সলমন খান ও ক্যাটরিনা কাইফের মধ্যে সম্পর্কের সমীকরণ একটা সময় ছিল বেশ গভীর। তবে ভিকি কৌশলের সঙ্গে সম্পর্কে আসার পর সবটাই রাতারাতি পাল্টে যায়। যদিও ওপর ওপর তা বুঝতে দেননি দুই জুটির মধ্যেই কেউই। বিয়ের পর সলমন খানের সঙ্গে ছবির শুটিং করতেই বাইরে গিয়েছিলেন ক্যাটরিনা। তবে খুব একটা তাঁদের নিয়ে চর্চা আর শোনা যায়নি বিটাউনে। বিয়েতে সলমন খানকে আসতেও দেখা যায়নি। তবে এবার সলমন খানের বোন অর্পিতা খানের বিশেষ ইদ পার্টিতে দেখা গেল ক্যাচরিনা কাইফকে। ঝড়ের গতিতে ভাইরাল সেই ভিডিয়ো। তবে সেখানে তাঁর পোশাক দেখে রীতিমত অবাক নেটপাড়ার একাংশ। সাবেকি পোশাক পড়লেও এভাবে কেন দোপাট্টা নিয়েছেন তিনি?

তবে কি সত্যি মা হতে চলেছেন তিনি? ওড়না দিয়ে ঢেকেছেন বেবিবাম্প? প্রশ্ন ভক্তদের। যদিও ক্যাটরিনা কাইফের অন্তঃসত্ত্বা হওয়ার খবর এই প্রথম ভাইরাল হল না। অতীতেও তাঁকে নিয়ে এই জল্পনা ছিল তুঙ্গে। বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী দেড় বছর হতে চলল। তবে এখনও অন্তঃসত্ত্বা হওয়ার কোনও খবরই তিনি সামনে আনেননি। আলিয়া ভাট যেমন বিয়ের বছরই সন্তান নিলেন, এবার ক্যাটরিনা কাইফ কি এক বছরের মাথায় সুখবর শোনাতে চলেছেন?

ইতিমধ্যেই একাধিকবার মা হওয়ার খবর ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। কখনও কাঁর পোশাককে কেন্দ্র করে, কখনও আবার তাঁর লুককে কেন্দ্র করে উঠেছে জল্পনা তুঙ্গে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে খবর। তবে সেলেবজুটি এই প্রসঙ্গে তেমন কিছু খবর সামনে আনেননি।

তবে কবে সুখবর শোনাবেন ক্যাটরিনা কইফ! জ্যোতিষ গণনা অনুযায়ী বিয়ের দুবছরের মধ্যেই সুখবর শোনাবেন তিনি। চলতি বছর ডিসেম্বর মাসেই দুবছর হবে তাঁদের বৈবাহিক জীবনের। তার আগেই নাকি সুখবর শুনিয়ে দেবেন অভিনেত্রী। টাইগার থ্রির কাজ শেষ করেই পরিবারের জন্য সময় বের করবেন ক্যাটরিনা। এমনই বলছে তাঁর ভাগ্য রেখা। জ্যোতিষবিদ জুমানি টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন চলতি বছরে ক্যাটরিনা ৪০ বছরের হলেন। এই বছরই তিনি সন্তানের জন্ম দিতে চলেছেন। তাঁর ভাগ্য সংখ্যা ৭। সংখ্যাতত্ত্ব অনুযায়ী এটি তাঁর বছর।

Next Article