কিছু মাস আগেই রণবীর কাপুর ও আলিয়া ভাটের মেয়ের জন্ম হয়েছে। ঠাকুমা হয়েছেন নিতু কাপুর। এবার পরিবারে এল নতুন অতিথি। মেয়ের পর এবার সংসারে এল ছেলে। নিতুর আনন্দ আর ধরে না। এক পোস্টে তিনি জানিয়েছেন, আরমান জৈন ও অনিশা মালহোত্রের কোল আলো করে পুত্রসন্তান এসেছে। কে আরমান জৈন জানেন? ঋষি কাপুরের নিজের বোন রিমা জৈন। রিমারই ছেলে আরমান জৈন। অর্থাৎ রণবীর কাপুরের পিসির ছেলে হলেন আরমান। তাঁর এক ভাইও রয়েছে। নাম আদর জৈন। এবার ওই কাপুর-জৈন পরিবারেই নতুন সদস্য এসেছে।
খুশির খবর শেয়ার করে নিতু লেখেন, “দাদু মনোজ আর ঠাকুমা রিমা তাঁদের নাতির আগমনে খবর জানাচ্ছে।” খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে শুভাচ্ছা বার্তায়। নতুন বাবা-মা’কে ভালবাসা জানাচ্ছেন সকলেই। ২০২০ সালে বিয়ে করেন আরমান ও অনিশা। তাঁদের রিসেপশনে বসেছিল চাঁদের হাট। কিছুদিন আগেই অনিশার জন্য আয়োজিত হয়েছে সাধের অনুষ্ঠান। করিনা কাপুরসহ কাপুর পরিবারের বোন-দিদিরা উপস্থিত ছিলেন সেখানে। ছয় মাসের মধ্যে বাড়ির সদস্য সংখ্যা বাড়ায় দ্বিগুণ আনন্দ পরিবারে।
কিছু দিন আগেই এক বিতর্কে জড়িয়েছিলেন নিতু, যা নিয়ে হয়েছিল বিস্তর জলঘোলা। ইনস্টা স্টোরিতে একটি উক্তি শেয়ার করেন নিতু। তিনি লেখেন, “৭ বছর ধরে কেউ তোমায় ডেট করেছে মানে এটা নয় যে সে তোমায় বিয়ে করবে। আমার কাকু ৬ বছর ধরে মেডিসিন নিয়ে পড়েছে এখন সে ডিজে।” নিতুর ওই পোস্টের ব্যক্তিরা কি শুধুই ফিকশন? নাকি বাস্তবের সঙ্গেও রয়েছে গভীর মিল? নিতুর ওই পোস্টের পর অনেকেই তাঁকে আখ্যা দেন টক্সিক আন্টি! অনেকেই মনে করেন ছেলে রণবীর কাপুর ও ছেলের প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফের কথা মাথায় রেখেই নাকি ওই পোস্ট করেন তিনি। তাঁদের প্রশ্ন, কী করে নিতু এমন অবিবেচকের মতো কথা বলতে পারেন? একজন লেখেন, “এ তো রীতিমতো ছেলের হয়ে সাফাই গাওয়া। সাত বছর ধরে কেউ সঙ্গে থাকার পরেও যদি কেউ ছেড়ে চলে যায় তবে দোষ কার?” অনেকেই নিতুকে মনে করিয়ে দেন, ক্যাটরিনা এই মুহূর্তে সুখে সংসার করছেন, তাই তাঁকে এভাবে খোঁচা দেওয়ার মানেই হয় না। উল্লেখ্য, পোস্টে কিন্তু নিতু কারও নাম উল্লেখ করেননি। কিন্তু নেটিজেনরা তাঁকে সমালোচনা করতে একটুও ছাড়েননি।