সম্পর্কের বয়স প্রায় সাড়ে তিন বছর। ইন্ডাস্ট্রিতেও দুজনে রয়েছেন এক লম্বা সময় জুড়ে। অথচ এই গোটা সময়ে এখনও পর্যন্ত একসঙ্গে কাজ করা হয়নি তাঁদের। জুটি হিসেবে তাঁদের মানাবে ভাল, এ দাবি খোদ ক্যাটরিনা করণ জোহরের শো’তে করলেও তা এতদিন মান্যতা পায়নি প্রযোজক-পরিচালকদের কাছে। অবশেষে সুখবর দিতে চলেছেন তাঁরা। সর্বভারতীয় এক প্রথম শ্রেণীর দৈনিক থেকে প্রাপ্ত তথ্য অনুসারে প্রথম বার একসঙ্গে কাজ করতে চলেছেন ভিক্যাট।
না, কোনও ছবিতে নয় বরং এক বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে জোটবদ্ধ হয়ে কাজ করতে দেখা যাবে তাঁদের। বিয়ের পর স্বামী-স্ত্রীর একসঙ্গে বিজ্ঞাপনে কাজ করা নতুন নয়। রণবীর-দীপিকা থেকে শুরু অনুষ্কা-বিরাট… অতীতেও এই উদাহরণ পাওয়া গিয়েছে। আপাতত অ্যাড দিয়েই সন্তুষ্ট থাকতে হবে ভিক্যাট ভক্তদের। ছোটে জুটি হিসেবে তাঁদের কবে দেখা যাবে এখন সেটাই দেখার।
ভিকি-ক্যাটরিনার প্রেমের সূত্রপাত ঠিক কবে কোথায়, তা অনেকেরই অজানা । বিয়ের আগে দুজনে একসঙ্গে ছবি পোস্ট করেননি কোনওদিন। প্রকাশ্যে সম্পর্ক নিয়ে কোনওদিনও কিচ্ছু বলেননি। ক্যাটরিনার ঘনিষ্ঠ বৃত্ত জানিয়েছিল, আগের সম্পর্কগুলো ভেঙে যাওয়ায় ভিকির সঙ্গে সম্পর্ক নিয়ে অনেক বেশি সাবধানী ক্যাট। ভিকি ক্যাটের তুলনায় বলিউডে নতুন।
তাঁদের সম্পর্কের গুঞ্জন যখন দাবানলের মতো বলিউডের অন্দরেও ছড়িয়ে পড়েছিল তখন তা নিয়েও কম কথা হয়নি। তাঁদের বয়সের ফারাক, কেরিয়ার প্রেমিকার বেশি সাফল্য নিয়েও হয়েছে কটাক্ষ। তাঁদের বাগদানের খবর নিয়েও বারেবারেই রটেছে নানা ধরনের গুঞ্জন। ভিকির দিদি বিয়ের কিছুদিন আগেও দাবি করেছেন তাঁদের ভাই বিয়ে করছেন না। অতীতে দীপিকা-রণবীর, প্রিয়াঙ্কা-নিকের নিয়ে নিয়েও নেটিজেনদের উৎসাহ থাকলেও ভিক্যাটের বেলায় যেন উৎসাহ হাজার গুণ বেশি। স্টারডমের দিক দিয়ে বাকি দুই জুটির থেকে ভিক্যাট অনেক এগিয়ে এ কথা বলা যায় না। নেটিজেনদের উত্তর, সম্পর্ক নিয়ে এই লুকোচুরিই কোথাও গিয়ে ইউএসপি হয়ে দাঁড়িয়েছিল এই হাই প্রোফাইল বিয়ের।
আরও পড়ুন- Jacqueline Fernandez: সুকেশ-কাণ্ডে ফেঁসে একের পর এক কাজ হাতছাড়া হচ্ছে জ্যাকলিনের?