Sushant Singh Rajput: চিনের ১১ হাজার স্ক্রিনে দেখা যাবে সুশান্তকে, মুক্তি পাচ্ছে তাঁর ছবি

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Dec 16, 2021 | 10:49 PM

১৪ জুন, ২০২০। মুম্বইয়ে বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয়েছিল বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দেহ।

Sushant Singh Rajput: চিনের ১১ হাজার স্ক্রিনে দেখা যাবে সুশান্তকে, মুক্তি পাচ্ছে তাঁর ছবি
সুশান্ত সিং রাজপুত।

Follow Us

না থেকেও রয়ে গিয়েছেন তিনি। রয়ে গিয়েছেন দর্শক মনে। এবার দেশের মাটির সীমানা ছাড়িয়ে সুশান্ত সিং রাজপুত পৌঁছে গেলের প্রতিবেশী রাষ্ট্রে। পৌঁছে গেলেন চিনে। তাঁর ছবি ছিছোড়ে চিনের ১১ হাজারটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আগামী বছরের জানুয়ারিতে। ১০০-রও বেশি শহরের সিনেমা হলে সিনে প্রেমীরা দেখতে পারবেন ছবিটি।

ছবিতে সুশান্ত ছাড়াও রয়েছেন শ্রদ্দা কাপুর, তাহির রাজ ভাসিন, প্রতীক ব্ব্বরসহ অনেকেই। ছবির পরিচালক নীতিশ তিওয়ারি। এ দেশে ছবিটি বাণিজ্যিক দিক দিয়ে ভালই ব্যবসা করেছিল। ছবিতে আত্মহত্যার বিপরীতে যে বার্তা দেওয়া হয়েছিল তা বেশ পছন্দ হয়েছিল চিত্র সমালোচকদের। জাতীয় পুরস্কারও পেয়েছিল ছবিটি।
প্রসঙ্গত, করোনা কালে ছিছোড়েই প্রথম ছবি না চিনে মুক্তি পেতে চলেছে। এর আগে ২০১৯ সালে ইত্তেফাক নামক বলিউড ও দেশে মুক্তি পেয়েছিল। ইত্তেফাকে ছিলেন অক্ষয় খান্না, সিদ্ধার্থ মালহোত্র, সোনাক্ষী সিনহাসহ প্রমুখ।

১৪ জুন, ২০২০। মুম্বইয়ে বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয়েছিল বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দেহ। সুশান্ত মৃত্যু মামলা এখনও চলছে। তিনি আত্মহত্যা করেছিলেন নালি লুকিয়ে রয়েছে অন্য কোনও রহস্য তা নিয়ে প্রশ্ন হাজার। দেড় বছর পার হলেও দর্শক ভুলতে পারেননি সুশান্তকে। এ দেশ তো বটেই আরও একবার সুশান্ত স্মৃতিতে ডুব দিতে চলেছে পাশের রাষ্ট্রও।

 

Next Article