কয়েকদিন ধরেই বি-টাউনে গুঞ্জণ তুঙ্গে। একের পর এক সেলেবের যখন সাত পাকে বাঁধা পড়ার খবর সামনে আসছে, ঠিক সেই সমই খবরের শিরোনামে জায়গা করে নিল কিয়ারা আডবাণী (Kiara Advani) ও সিদ্ধার্থ মালহোত্রার বিচ্ছেদের খবর। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে শেহশাহ স্টারেরা আর এক সঙ্গে নেই। প্রেমের জোয়ারে গা ভাসিয়ে একটা সময় ভাইরাল হয়েছিলেন যাঁরা, সেই জুটির পথ এবার আলাদা। না, গুঞ্জণই নয়, এটাই সত্য, আগামী ছবির প্রমোশনে এসে তা প্রমাণও করে দিলেন কিয়ারা আদবাণী। যদিও কার্তিক আরিয়ানের সঙ্গে সম্পর্কের জড়ানোর খবর এখনও সামনে আসেনি, বা নতুন কোনও সম্পর্কের ইঙ্গিতও নেই নেট দুনিয়ার পাতায়। তবে সব মিলিয়ে মন যে সিদ্ধার্থ ও কিয়ারার ভেঙেছে তা স্পষ্ট।
বর্তমানে ভুল ভুলাইয়া ২ ছবির প্রচারে ব্যস্ত রয়েছেন কিয়ারা আডবাণী। ২৯ এপ্রিল মুক্তি পেতে চলেছে এই ছবি। তারই জেরে মিডিয়ার সামনে হাজিরা। কিয়ারা আদবাণীকে সামনে পেয়ে পাপরাজিৎরা গসিপ প্রশ্ন জিজ্ঞাসা করতে বিন্দু মাত্র পিছপা হল না। তবে সেখানে সরাসরি থাকল না সিদ্ধার্থ মালহোত্রার নাম। প্রশ্ন হয়ে উড়ে এলো, আপনার জীবন থেকে কি কাউকে মুছে ফেলতে চান!বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কিয়ারা সাফ জানিয়ে দিলেন, কেন, তাঁর জীবনে আসা প্রতিটা মানুষের কিছু না কিছু অবদান রয়েছে, তাই মুছে ফেলার প্রশ্নই নেই। কিয়ারার এই উত্তরেই মুগ্ধ নেট দুনিয়া।
যদিও সম্পর্কে ইতি টানার খবর খুব বেশিদিন চাপা থাকল না নেট দুনিয়ায়। ঝড়ের গতিতে তা ছড়িয়ে পড়ে ভক্তমহলে। শেরশাহ ছবির শুটিং থেকেি দুজনের মধ্যে বাড়তে থাকে গভীরতা, সেখান থেকেই শুরু হয়ে সম্পর্কের জল্পনা, অবশেষে তাঁরা একে অন্যের সঙ্গে প্রকাশ্যে আসেন এবং তাঁদের সম্পর্কের খবরের সিনে দুনিয়ায় ছড়িয়ে পড়ে মুহূর্তে। সেলেবরাও তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন একাধিকবার। তবে বর্তমানে সেই জল্পনায় জল ঢেলে পুনরায় সিঙ্গল কিয়ারা-সিদ্ধার্থ।
আরও পড়ুন- Shocking Facts: রাতভর বিছানায় সানিকে চেপে ধরে রাখল কে, শরীরে শক্তি ফিরতেই চিৎকার করে ওঠেন সানি
আরও পড়ুন- Viral Video: সিঁদুর-মঙ্গলসূত্র কোথায়! নববধূ আলিয়ার ফাঁকা সিঁথি দেখে চোখ রাঙানি নেটদুনিয়ার
আরও পড়ুন- Relationship Tips: প্রেমে প্রতারণার শিকার! নিজেকে সামলাবেন কীভাবে ভাবছেন, পাশেই রয়েছেন শাহরুখ