জন্মদিন বলে কথা, একের পর এক ভাল ছবি উপহার দিয়ে বক্স অফিসে ঝড় তোলা সেলেব অজয় দেবগণ পা দিলেন ৫৩-তে। তবে শেষ তানাজির পর তাঁকে পুরো দমে ছবিতে এখনও পায়নি ভক্তরা। গত দুবছরে সব ছবিতেই তাঁর সামান্য দেখা মেলে পর্দায়। শুরু সূর্যবংশী থেকে। সেখানে সিংঘমের দর্শণ মেলে পর্দায়, তারপর গাঙ্গুবাই কাথিওয়াড়িতে দেখা মেলে লালাজির ভুমিকাতে। এখানেই শেষ নয়, আরআরআর ছবিতেও তিনি কেমিও রোলে রয়েছেন। তবে এই সুপারস্টার এবার ভক্তদের দিলেন সুখবর, আসছে রানওয়ে ৩৪।
গত তিন বছর ধরেই এই ছবির খবরে নজর ভক্তদের। অজয় দেবগণ প্রতিটা পদক্ষেপে ঠিক যেভাবে নিজেকে ধরে রেখেছেন, তা কোথাও গিয়ে যেন প্রশংসার দাবীদার। ফিট থেকে হিটস সব লিস্টেই তাঁর নাম তুঙ্গে। বর্তমানে তিনি যেন সব ছবিতেই টপিং এর কাজ করছেন। একচুল তাঁর উপস্থিতি না হলেই যেন সমস্যা দর্শকমনে। তবে এবার আর আংশিক উপস্থিতি নয়। দস্তুর মত অমিতাভ বচ্চনের সঙ্গে জোট বেঁধে আনছেন নতুন ছবি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে লুক। তবে নেই কোনও বিরাম বিশ্রাম।
ভক্তদের সময় মত ভাল ছবি উপহার দিতে হবে, মাঝে পড়ে গিয়েছে অনেকটা বিরতি, তাই আর ফিরে তালানো নয়। জন্মদিন সেলিব্রেশন করার মত সময়ও তাঁর হাতে নেই। রানওয়ে ৩৪ ছবির সেটেই কাটাবেন তিনি এই বিশেষ দিন। থাকবেন পোস্ট প্রডাকশনের কাজে যুক্ত। সূত্রের খবর অনুযায়ী অজয় দেবগণ ব্যস্ত থাকবেন এদিন কাজ নিয়েই, তাই তেমন কোনও পরিকল্পনাই করে ওঠেননি তিনি। হাতে মাত্র আর কয়েকটা দিন, চলতি মাসের শেষেই মুক্তি পেতে চলেছে ছবি। ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে আসছে সত্য ঘটনা অবলম্বণে তৈরি অজয় দেবগণ ও অমিতাভ অভিনীত ছবি রানওয়ে ৩৪। আর ঠিক সেই কারণেই এদিন পরিবারের সঙ্গে সময় কাটানো, ছুটি বা বি-টাউনে বিশেষ পার্টির কোনও আয়োজনই থাকছে না।
আরও পড়ুন- KGF Chapter 2: ২৫ কিলোর পোশাক পরে সারাদিন শুটিং, কেজিএফ-এর জন্য কতটা চ্যালেঞ্জ নিলেন সঞ্জয় দত্ত