দাদা টাইগারের ব্রিব্রতকর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার হুমকি দিয়েছিলেন জ্যাকি-কন্যা কৃষ্ণা শ্রফ। নেপথ্যে ছিল এক বড় কারণ, যা সম্প্রতি এক টক শো’য়ে এসে ফাঁস করেছেন টাইগার।
সলমনের ভাই আরবাজ খানের এক চ্যাট শো’তে টাইগার প্রথম বার ফাঁস করেন ঠিক কী কারণে বোন এমনটা বলেছিল তাঁকে। টাইগার জানান, এক বার তাঁর বোন পুলের ধারে এক পোজ দিয়ে ছবি আপলোড করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। পিরেছিলেন লাল রঙের পোশাক। ক্যাপশনে লিখেছিলেন, “লাল কি আমায় মোটা দেখাতে সহায়তা করছে।” কৃষ্ণা আশা করেছিলেন কোনও নেটিজেনই বোধহয় উত্তরে ‘হ্যাঁ’ লিখবেন না প্রকাশ্যে। কিন্তু ‘ঘর শত্রু বিভীষণ’ এই প্রবাদ যে খেটে যাবে তাঁর ক্ষেত্রে তা কি তিনি নিজেও ভেবেছিলেন? টাইগার ওই ছবিতে কমেন্ট করেন, ‘ হ্যাঁ, দেখাচ্ছে’। অমনি শুরু গৃহযুদ্ধ।
বোনের তরফে ফোন যায় দাদার কাছে। কৃষ্ণা বলেন, “যদি কমেন্ট না মুছিস তবে তোর বিব্রতকর ছবি আমি পোস্ট করে দেব।” টাইগারও ছাড়ার পাত্র নন। তিনি উল্টে বলেন, “যা দেওয়ার দিয়ে দে, আমার কিছু যায় আসে না”। ভাই-বোনের এই ‘লড়াই’ দেখে হাসি চাপতে পারেননি আরবাজও।
টাইগার মুখ খুলেছিলেন তাঁর প্রথম ছবি মুক্তির আগে সোশ্যাল মিডিয়ায় হওয়ার একগুচ্ছ ট্রোল নিয়েও। টাইগার জানান, অনেকেই তাঁকে উদ্দেশ্য করে বলেছিলেন তিনি হিরো নন, হিরোইন। জ্যাকি শ্রফের ছেলে হিসেবে নাকি তাঁকে মনে হয় না। তবে সেই সব ট্রোলের যোগ্য জবাব দিয়েছেন তিনি। তাঁর ক্যারিশ্মায় বোল্ড আট থেকে আশি। টাইগারের বক্তব্য, “যে তোমায় নিয়ে ট্রোল করছে তুমি তার উপর প্রভাবে ফেলতে পারছ বলেই সে কিন্তু ট্রোল করছে।”